ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র
ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) সিনিয়র কর্মকর্তা ও বিশিষ্ট ঔপন্যাসিক বিকাশ স্বরূপ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র হচ্ছেন। বর্তমান মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনকে অতিরিক্ত সচিব করা হচ্চে। তাকে ভারত-আফ্রিকা ফোরাম সম্মেলনের ‘মুখ্য সমন্বয়ক’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
স্বরূপ বর্তমানে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম সচিব (ইউএন-পলিটিক্যাল) হিসেবে দায়িত্বরত রয়েছেন। সম্ভবত, এই বছর অক্টোবরেই নয়াদিল্লিতে আসন্ন তৃতীয় ভারত-আফ্রিকা সম্মেলেেন সৈয়দ আকবার উদ্দিনকে সরিয়ে মুখপাত্রের দায়িত্ব নিতে চলেছেন বিকাশ। এই সম্মেলনে ৫৪টি আফ্রিকান দেশের সরকারি প্রতিনিধিরা যোগদান করতে চলেছেন। লন্ডন থাকার সময় নিজের প্রথম উপন্যাস ‘কিউ অ্যান্ড অ্যা’ লেখেন বিকাশ স্বরূপ।
No comments