নিউইয়র্কের চার ভবনে ধস অগ্নিকাণ্ড : আহত ১৯
নিউইয়র্কে তিনটি ভবন ধস ও অপর একটি ভবনে অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার ১৯ জন আহত হয়েছে। একটি শক্তিশালী বিস্ফোরণের পর এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একে গ্যাস সংক্রান্ত বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে। জনপ্রিয় ইস্ট ভিলেজ এলাকার একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভবনটি আংশিকভাবে ধসে যায়। এর ফলে পাশের ভবনটিও ধসে যায়, অপর একটি ভবন আংশিকভাবে ধসে যায় এবং বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। সেল ফোন ফুটেজে বিস্ফোরণের পর একটি রেস্তোরাঁ থেকে আতঙ্কিত মানুষকে ছুটে বের হয়ে আসতে দেখা গেছে। এক নারী চিৎকার করে ওঠেন, ‘কি হয়েছে? হায় ঈশ্বর!’ কয়েক ব্লক দূরের প্রত্যক্ষদর্শীরা একটি প্রচণ্ড শব্দ শুনতে পান এবং ম্যানহাটন স্কাইলাইনের ওপরে ধোঁয়ার কুণ্ডুলি উড়তে দেখেন।
২৩ বছর বয়সী ছাত্র ফিলিপ ম্যাকএলোরি বলেন, ‘এটা ছিল প্রচণ্ড শব্দ। এতে জানালার কাঁচগুলো কেঁপে উঠে।’ তিনি আরও বলেন, ‘সেখানে অনেক ধোঁয়া ছিল এবং ভবনের একটি অংশ ধসে যায়।’ নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেন, ধরন দেখে প্রাথমিকভাবে একে গ্যাস বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। সেখানে গ্যাসের কাজ চলছিল। ২০১৪ সালের ১২ মার্চ ম্যানহাটনের উত্তরাঞ্চলের পূর্ব হার্লেমে একটি বড় ধরনের গ্যাস বিস্ফোরণে দুই ভবন মাটির সঙ্গে মিশে যাওয়ায় ৮ জন লোকের প্রাণহানির এক বছর পরের এই ঘটনা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। দমকল বিভাগের এক মুখপাত্র জানান, এই ঘটনায় আহতের সংখ্যা ১২ জন থেকে বৃদ্ধি পেয়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। দমকল বিভাগ জানায়, বিস্ফোরণে প্রথমে ১২১ সেকেন্ড অ্যাভেন্যু ভবনটি আংশিকভাবে ধসে পড়ে।
No comments