রিকশা চালালেন কাদের সিদ্দিকী
দেশের
চলমান সংকট উত্তরণের দাবিতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়ে দিন-রাত
ফুটপাথে অবস্থান করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের
সিদ্দিকী। টানা অবস্থানের আজ ৬০ দিন। গতকাল অবস্থানের ৫৯তম দিনে রাজধানীর
পল্টনে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করে রিকশা চালিয়ে অবস্থানস্থলে
ফেরেন তিনি। অবস্থান কর্মসূচির পর থেকে তিনি আজ পর্যন্ত কোথাও যাননি। তবে
তার বড় ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গুরুতর অসুস্থতার সংবাদ
পেয়ে গত ২৮শে ফেব্রুয়ারি শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল
বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছুটে গিয়েছিলেন। ৬০ দিনে ওই দিনই শুধু গাড়িতে
আরোহণ করেন তিনি। তা ছাড়া প্রতি শুক্রবারেই হেঁটে জুমার নামাজ পড়তে গেছেন
বায়তুল মোকাররম মসজিদে। ফিরেছেনও একইভাবে। কিন্তু গতকাল নামাজ শেষ করে হঠাৎ
একজন রিকশাওয়ালাকে যাত্রীর আসনে বসিয়ে তিনি চালকের আসনে বসে পড়েন। এ সময়
তিনি রিকশা চালিয়ে তার অবস্থানস্থলে ফেরেন। কাদের সিদ্দিকীকে রিকশা চালাতে
দেখে উৎসুক জনতা তার রিকশার কাছে ভিড় জমান। এদিকে আজ অবস্থানের ৬০তম দিনে
কর্মসূচির শুরু থেকে যেসব দেশবরেণ্য ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করেছেন তাদের
নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। যারা নানা কারণে আসতে না পারলেও
সাফল্য কামনা করেছেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল ১১টায় দলীয়
কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০ দলের ডাকা অব্যাহত
হরতাল-অবরোধ প্রত্যাহার করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং
আলোচলায় বসে দেশের চলমান সংকট নিরসনে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার প্রতি আহ্বান জানিয়ে গত ২৮শে জানুয়ারি থেকে কাদের সিদ্দিকী
মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে ফুটপাথে অবস্থান করছেন।
No comments