তসলিমা এত দেরি করে না বললেই ভালো করতেনঃ শীর্ষেন্দু
সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে রীতিমতো ঝড় তুলেছেন তসলিমা নাসরিন৷ পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক সুনীল অবশ্য অভিযোগ নিয়ে কোনো কথা বলতেই নারাজ৷ তার ভাষ্য অনুযায়ী এসব তসলিমার মনগড়া কথা৷
একই বিষয়ে এক একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের আরেক লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়৷ তার কাছে বিষয়টি বেশ অদ্ভুত ঠেকছে৷ তার মতে, “তেমন কিছু যদি ঘটেই থাকে তাহলে এ নিয়ে তসলিমার তখনই স্পষ্ট করে বলা উচিত ছিল৷”
এতদিন পর এমন একটি বিষয়ে কথা বলা ঠিক হয়নি, রেগে যাওয়ারও কোনো মানে ছিল না-শীর্ষেন্দুর এমন মন্তব্যের পর জানতে চাওয়া হয়েছিল, ‘তার মানে কি বিষয়টি চেপে গেলেই ঠিক করতেন তসলিমা?’ তিনি কিন্তু তা বলছেন না৷ জনপ্রিয় এ লেখক জোর দিলেন প্রসঙ্গটাকে অন্ধকার থেকে আলোয় আনতে বেশি সময় নিয়ে ফেলার ওপর৷ সাহসী, স্পষ্টবাদী তসলিমা এতদিন কেন কোনো বইয়ে এ বিষয়টি নিয়ে লিখলেন না, কোথাও বললেনও না-এ নিয়েই বরং যত বিস্ময় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের৷ সূত্র: ডিডব্লিউ।
এতদিন পর এমন একটি বিষয়ে কথা বলা ঠিক হয়নি, রেগে যাওয়ারও কোনো মানে ছিল না-শীর্ষেন্দুর এমন মন্তব্যের পর জানতে চাওয়া হয়েছিল, ‘তার মানে কি বিষয়টি চেপে গেলেই ঠিক করতেন তসলিমা?’ তিনি কিন্তু তা বলছেন না৷ জনপ্রিয় এ লেখক জোর দিলেন প্রসঙ্গটাকে অন্ধকার থেকে আলোয় আনতে বেশি সময় নিয়ে ফেলার ওপর৷ সাহসী, স্পষ্টবাদী তসলিমা এতদিন কেন কোনো বইয়ে এ বিষয়টি নিয়ে লিখলেন না, কোথাও বললেনও না-এ নিয়েই বরং যত বিস্ময় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের৷ সূত্র: ডিডব্লিউ।
No comments