ফিরিয়ে দিলেন আড়াই কোটি রুপির প্রস্তাব
কাটরিনা কাইফ প্রায়ই দেশ ও দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার প্রস্তাব পান। সম্প্রতি পাকিস্তানের একটি অনুষ্ঠানে অংশ নেয়ার বিনিময়ে তাকে আড়াই কোটি রুপির এক প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন তিনি।
কাটরিনার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান থেকে এর আগেও প্রস্তাব পেয়েছেন কাটরিনা। সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে প্রায় নিয়মিতই তার কাছে প্রস্তাব আসে।
কিন্তু প্রতিবারই তিনি এসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, কাটরিনা বলিউডের অভিনেত্রী হলেও তাকে দেখে ইউরোপীয় মনে হয়। কারণ, তার মা একজন ব্রিটিশ। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কাটরিনা। মাঝে মধ্যেই সেসব দেশ থেকে তিনি অনুরোধ পান অনুষ্ঠান করার। পাকিস্তান থেকেই বেশি অনুরোধ এসেছে তার কাছে। কিন্তু ভারত-পাকিস্তানের চিরবৈরিতার বিষয়টি মাথায় রেখে সেখানে না যাওয়ার সিদ্ধান্তে অটল কাটরিনা। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কাটরিনা কাইফ।
No comments