বড় জয়ে শুরু বাংলাদেশের
গেমসের আগে বাংলাদেশ যে সম্ভাবনার ফিরিস্তি দিয়েছিল, সেখানে হ্যান্ডবল বড় জায়গা পায়নি। তাই হ্যান্ডবলকে ঘিরে নেই পাওয়া না-পাওয়ার দোলাচলও। তবে খেলাটির প্রথম দিনেই বড় জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে পাওয়া জয়টি ৪০-১৮ গোলের। দিনের প্রথম ম্যাচে ফেবারিট ভারত শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৫৮-১০ গোলে।
গোলরক্ষক বাদে বাংলাদেশের মোট ১৩ জন। এর মধ্যে গোল করেছেন ১০ জন। সর্বোচ্চ ৮ গোল করেছেন মির্জা সাইদুজ্জামান। ৬ গোল করেছেন কামরুল ইসলাম। মাহবুবুল আলমের গোল ৫টি। নেপালের পক্ষে সর্বোচ্চ ৫ গোল অমর শ্রেষ্ঠর।
ভারতের স্কোরশিটেও প্রায় একই রকম অবস্থা। গোলরক্ষক ছাড়া খেলেছেন ১৩ জন। গোল করেছেন ১২ জন। সর্বোচ্চ ১০ গোল দীপকের। এর পর ৮ ও ৭ গোল করেছেন যথাক্রমে ফিরোজ আহমেদ ও শচীন। ৬টি করে গোল আছে পারশিদ ও সিদ্ধার্থের। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ গোল নালাকার।
আজ হ্যান্ডবলে দুটি ম্যাচ। তবে বাংলাদেশের খেলা নেই। দুটি ম্যাচের একটিতে খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা এবং অন্যটিতে মুখোমুখি নেপাল-আফগানিস্তান।
গোলরক্ষক বাদে বাংলাদেশের মোট ১৩ জন। এর মধ্যে গোল করেছেন ১০ জন। সর্বোচ্চ ৮ গোল করেছেন মির্জা সাইদুজ্জামান। ৬ গোল করেছেন কামরুল ইসলাম। মাহবুবুল আলমের গোল ৫টি। নেপালের পক্ষে সর্বোচ্চ ৫ গোল অমর শ্রেষ্ঠর।
ভারতের স্কোরশিটেও প্রায় একই রকম অবস্থা। গোলরক্ষক ছাড়া খেলেছেন ১৩ জন। গোল করেছেন ১২ জন। সর্বোচ্চ ১০ গোল দীপকের। এর পর ৮ ও ৭ গোল করেছেন যথাক্রমে ফিরোজ আহমেদ ও শচীন। ৬টি করে গোল আছে পারশিদ ও সিদ্ধার্থের। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ গোল নালাকার।
আজ হ্যান্ডবলে দুটি ম্যাচ। তবে বাংলাদেশের খেলা নেই। দুটি ম্যাচের একটিতে খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা এবং অন্যটিতে মুখোমুখি নেপাল-আফগানিস্তান।
No comments