সাকিব শীর্ষেই, ধোনিকে সরিয়ে দিলেন হাসি
ছিলেন মহেন্দ্র সিং ধোনির ১১ পয়েন্ট পেছনে, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৭৩.৩ গড়ে ২২০ রান করে ধোনির চেয়েও এগিয়ে গেলেন ৩ পয়েন্ট। মাইক হাসি এখন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। এই দুজনের জায়গা অদলবদল ছাড়া ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ না খেললেও সাত নম্বরে জায়গা ধরে রেখেছেন শচীন টেন্ডুলকার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার আগে সাকিব আল হাসান, ২৭ থেকে এক ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে সেরা দশে পরিবর্তন একটিই, ১৩ থেকে ৯-এ উঠে এসেছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আফ্রিদিকে জায়গা দিতে যুগ্মভাবে নয়ে থাকা জেমস অ্যান্ডারসন ও ডেল স্টেইন একসঙ্গেই নেমে গেছেন দশে। শীর্ষ দুইয়ে আগের মতোই আছেন ড্যানিয়েল ভেট্টোরি ও রেমন্ড প্রাইস, তিনে সাকিব। ইনজুরির জন্য দীর্ঘদিন মাঠে নেই, কিন্তু তার পরও ১৯ থেকে এক ধাপ এগিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই, সাকিব আগের মতোই শীর্ষে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শীর্ষ অবস্থানটা আরেকটু সংহত করেছে অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে ব্যবধান এখন ১২।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার আগে সাকিব আল হাসান, ২৭ থেকে এক ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে সেরা দশে পরিবর্তন একটিই, ১৩ থেকে ৯-এ উঠে এসেছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আফ্রিদিকে জায়গা দিতে যুগ্মভাবে নয়ে থাকা জেমস অ্যান্ডারসন ও ডেল স্টেইন একসঙ্গেই নেমে গেছেন দশে। শীর্ষ দুইয়ে আগের মতোই আছেন ড্যানিয়েল ভেট্টোরি ও রেমন্ড প্রাইস, তিনে সাকিব। ইনজুরির জন্য দীর্ঘদিন মাঠে নেই, কিন্তু তার পরও ১৯ থেকে এক ধাপ এগিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই, সাকিব আগের মতোই শীর্ষে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শীর্ষ অবস্থানটা আরেকটু সংহত করেছে অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে ব্যবধান এখন ১২।
No comments