আর্সেনালের দিকেই তাকিয়ে ফার্গুসন
‘আর্সেনাল এখনো শিরোপা লড়াইয়ে টিকে আছে এবং আমি আশা করব আগামী রোববার স্টামফার্ড ব্রিজে তারা চেলসির চেয়ে এগিয়ে থাকবে। আশা করব, তারা চেলসির পয়েন্ট কেড়ে নিতে পারবে’—পরশু আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর কথাটা বললেন স্যার অ্যালেক্স ফার্গুসন। একটু আগেই যাদের উড়িয়ে দিয়েছে ৩-১ গোলে, হঠাত্ করেই তাদের এত বড় সমর্থক হয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ! ঘটনা কী?
ঘটনা হলো, ম্যানইউর শিরোপা লড়াইটা তো এখন চেলসির সঙ্গেই। আর্সেনাল চেলসির পয়েন্ট কেড়ে নিতে পারলে তো ম্যানইউরই বেশি লাভ। চেলসির থেকে এক ম্যাচ বেশি খেলেও ১ পয়েন্ট পিছিয়ে ম্যানইউ, তবে পরশু আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত খেলে রেড ডেভিলরা এই বার্তা দিয়েছে, লড়াইয়ে তারা ভালোমতোই আছে। ৩ গোলের দুটি ওয়েন রুনি এবং পার্ক জি সুংয়ের, বাকিটি গানার গোলরক্ষক আলমুনিয়ার আত্মঘাতী। জয়ের পর প্রিমিয়ার লিগে শততম গোল করা রুনির প্রশংসায় উচ্চকিত ছিলে ফার্গুসন, ‘ওয়েন অবিশ্বাস্য খেলেছে। ওরা ওকে সামলাতেই পারেননি, ও আসলেই গ্রেট ফুটবলার।’
ঘটনা হলো, ম্যানইউর শিরোপা লড়াইটা তো এখন চেলসির সঙ্গেই। আর্সেনাল চেলসির পয়েন্ট কেড়ে নিতে পারলে তো ম্যানইউরই বেশি লাভ। চেলসির থেকে এক ম্যাচ বেশি খেলেও ১ পয়েন্ট পিছিয়ে ম্যানইউ, তবে পরশু আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত খেলে রেড ডেভিলরা এই বার্তা দিয়েছে, লড়াইয়ে তারা ভালোমতোই আছে। ৩ গোলের দুটি ওয়েন রুনি এবং পার্ক জি সুংয়ের, বাকিটি গানার গোলরক্ষক আলমুনিয়ার আত্মঘাতী। জয়ের পর প্রিমিয়ার লিগে শততম গোল করা রুনির প্রশংসায় উচ্চকিত ছিলে ফার্গুসন, ‘ওয়েন অবিশ্বাস্য খেলেছে। ওরা ওকে সামলাতেই পারেননি, ও আসলেই গ্রেট ফুটবলার।’
No comments