যবের ওপর থেকে নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি কিমের
যব বা ভুট্টাজাতীয় খাদ্যের ওপর থেকে দেশের নাগরিকদের নির্ভরতা কমিয়ে আনার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং ইল। গতকাল সোমবার সরকারনিয়ন্ত্রিত সংবাদপত্র রোডং সিনমুন এ কথা জানিয়েছে। নাগরিকদের জীবনমান উন্নয়নে তার সরকারের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার একটি দুর্লভ উদাহরণ এটি।
পত্রিকাটি জানায়, কিমের এ মুহূর্তের লক্ষ্য হচ্ছে, যবের ওপর থেকে জনগণের নির্ভরতা কমিয়ে এর পরিবর্তে চাল ও গম থেকে তৈরি খাদ্যের প্রতি আগ্রহী করে তোলা।
কিমকে উদ্ধৃত করে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাংপ বলেছে, ‘আমি খুবই কষ্ট পেয়েছি এটা জেনে, আমাদের নাগরিকেরা এখনো যবের ওপর নির্ভরশীল। এখন আমি অবশ্যই নাগরিকদের জন্য সাদা ভাত, রুটি ও নুডলস সরবরাহ করব।’
গত মাসে কিম বলেছিলেন, খাবারের তালিকায় ‘সাদা ভাত ও মাংসের ঝোল’ উত্তর কোরীয়দের জন্য দীর্ঘদিনের একটি স্বপ্ন। পাশাপাশি দেশের নাগরিকদের জীবনমানের উন্নয়নে তাঁর সরকারের ব্যর্থতার বিষয়টিও স্বীকার করে নেন তিনি। নব্বইয়ের দশকে দুর্ভিক্ষের পর থেকে ব্যাপক খাদ্যসংকটে রয়েছে উত্তর কোরিয়া।
পত্রিকাটি জানায়, কিমের এ মুহূর্তের লক্ষ্য হচ্ছে, যবের ওপর থেকে জনগণের নির্ভরতা কমিয়ে এর পরিবর্তে চাল ও গম থেকে তৈরি খাদ্যের প্রতি আগ্রহী করে তোলা।
কিমকে উদ্ধৃত করে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাংপ বলেছে, ‘আমি খুবই কষ্ট পেয়েছি এটা জেনে, আমাদের নাগরিকেরা এখনো যবের ওপর নির্ভরশীল। এখন আমি অবশ্যই নাগরিকদের জন্য সাদা ভাত, রুটি ও নুডলস সরবরাহ করব।’
গত মাসে কিম বলেছিলেন, খাবারের তালিকায় ‘সাদা ভাত ও মাংসের ঝোল’ উত্তর কোরীয়দের জন্য দীর্ঘদিনের একটি স্বপ্ন। পাশাপাশি দেশের নাগরিকদের জীবনমানের উন্নয়নে তাঁর সরকারের ব্যর্থতার বিষয়টিও স্বীকার করে নেন তিনি। নব্বইয়ের দশকে দুর্ভিক্ষের পর থেকে ব্যাপক খাদ্যসংকটে রয়েছে উত্তর কোরিয়া।
No comments