পাঠকদের চাহিদা ও পরামর্শ বিবেচনায় নিয়ে প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় শেয়ারবাজারের দৈনিক লেনদেনের ছকে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই ছকে আজ থেকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও মূল্য-আয় (পিই) অনুপাত প্রকাশ করা হচ্ছে।
তবে এ দুটিই হবে তালিকাভুক্ত কোম্পানির সর্বশেষ ইপিএস ও পিই। এ ক্ষেত্রে অনুপাতগুলো নিরীক্ষিত, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক কি না, তাও পাশে সাংকেতিকভাবে উল্লেখ করা হচ্ছে। ছকের আয়তন বাড়িয়ে চার কলাম থেকে পাঁচ কলাম করা হয়েছে, যেন আগের তুলনায় আরও স্বচ্ছভাবে তথ্য-উপাত্তগুলো বোঝা যায়। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারগুলোকে ১৯টি খাতে বিভক্ত করে পরিবেশন করা হচ্ছে। এই ছকসংক্রান্ত কোনো পরামর্শ থাকলে পাঠকেরা ই-মেইল ঠিকানায় (bis@prothom-alo.info) লিখিতভাবে তা জানাতে পারেন।
তবে এ দুটিই হবে তালিকাভুক্ত কোম্পানির সর্বশেষ ইপিএস ও পিই। এ ক্ষেত্রে অনুপাতগুলো নিরীক্ষিত, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক কি না, তাও পাশে সাংকেতিকভাবে উল্লেখ করা হচ্ছে। ছকের আয়তন বাড়িয়ে চার কলাম থেকে পাঁচ কলাম করা হয়েছে, যেন আগের তুলনায় আরও স্বচ্ছভাবে তথ্য-উপাত্তগুলো বোঝা যায়। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারগুলোকে ১৯টি খাতে বিভক্ত করে পরিবেশন করা হচ্ছে। এই ছকসংক্রান্ত কোনো পরামর্শ থাকলে পাঠকেরা ই-মেইল ঠিকানায় (bis@prothom-alo.info) লিখিতভাবে তা জানাতে পারেন।
No comments