অধিনায়ক পন্টিং
ছিল ১৪৫, পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের পর হয়ে গেল ১৫০। বলা হচ্ছে অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের ওয়ানডে জয়ের সংখ্যা। ওয়ানডে ইতিহাসে এই প্রথম ১৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলেন কোনো অধিনায়ক। জয়ের রেকর্ডে পন্টিংয়ের ধারেকাছেও নেই কেউ, জয়ের সেঞ্চুরিই আছে আর কেবল একজনের। পন্টিংয়ের পূর্বসূরি অ্যালান বোর্ডারের নেতৃত্বে ১০৭ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন হানসি ক্রোনিয়ে ও স্টিভেন ফ্লেমিং। ম্যাচ পাতানোর অভিযোগে অধিনায়কত্ব চলে যাওয়ার আগে ক্রোনিয়ের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৯৯টি ম্যাচ। আর কিউই ইতিহাসের সেরা অধিনায়ক ফ্লেমিং অধিনায়ক হিসেবে জিতেছেন ৯৮ ম্যাচ। ভারতকে ৯০টি ম্যাচ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত না হলে হয়তো ক্রোনিয়ের মতো বাড়তে পারত তাঁর জয়ের সংখ্যাও।
No comments