মঞ্চ হল অভিনয়ের আদর্শ জায়গা
*এখন ব্যস্ততা কী নিয়ে?
**বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ চলছে। আরও দুটো নাটকে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। একজন মায়াবতী ও দহন নাটক দুটো প্রচার হচ্ছে। পাশাপাশি ঈদের নাটকের কাজ নিয়েও ব্যস্ততা যাচ্ছে।
*প্রচারের অপেক্ষায় কী কী রয়েছে?
**এখন প্রচারের অপেক্ষায় আছে আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’ ও বাশার জর্জিসের ‘উজান গাঙের নাইয়া-২’ ধারাবাহিক দুটি।
*আপনি তো মঞ্চের শিল্পী। ওখানে কি সময় দিচ্ছেন?
**মঞ্চে নিয়মিত কাজ করছিলাম কিছুদিন আগেও। কিন্তু বর্তমানে ব্যস্ততা বেড়ে যাওয়ায় আপাতত সময় দিতে পারছি না। আসলে মঞ্চ হল অভিনয়ের আদর্শ জায়গা। একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য মঞ্চের কোনো বিকল্প নেই।
*এখন তো অনেকেই অভিনয়ে এসেছেন মঞ্চে কাজ না করেই। তাদের ক্ষেত্রে কী করণীয়?
**এখন যারা অভিনয়ে আসছেন তাদের বেশিরভাগই মডেলিং থেকে। তারা যেহেতু চলেই এসেছেন সেক্ষেত্রে তাদের উচিত হবে ভালোভাবে অভিনয়টা রপ্ত করে যাওয়া।
*মনপুরা চলচ্চিত্র দিয়েই আলোচনায় এসেছেন। এরপর আর বড় পর্দায় আসার কোনো খবর নেই কেন?
**নতুন কিছু ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু সমস্যা হল আমার ছেলেকে নিয়ে। ও এখনও অনেক ছোট। তাই ঢাকার বাইরে কোনো শুটিং হলে যেতে পারছি না। ছেলেটি আরেকটু বড় হলে আশা করছি সব আগের মতো ঠিক হয়ে যাবে। সাদিয়া ন্যান্সি
**বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ চলছে। আরও দুটো নাটকে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। একজন মায়াবতী ও দহন নাটক দুটো প্রচার হচ্ছে। পাশাপাশি ঈদের নাটকের কাজ নিয়েও ব্যস্ততা যাচ্ছে।
*প্রচারের অপেক্ষায় কী কী রয়েছে?
**এখন প্রচারের অপেক্ষায় আছে আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’ ও বাশার জর্জিসের ‘উজান গাঙের নাইয়া-২’ ধারাবাহিক দুটি।
*আপনি তো মঞ্চের শিল্পী। ওখানে কি সময় দিচ্ছেন?
**মঞ্চে নিয়মিত কাজ করছিলাম কিছুদিন আগেও। কিন্তু বর্তমানে ব্যস্ততা বেড়ে যাওয়ায় আপাতত সময় দিতে পারছি না। আসলে মঞ্চ হল অভিনয়ের আদর্শ জায়গা। একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য মঞ্চের কোনো বিকল্প নেই।
*এখন তো অনেকেই অভিনয়ে এসেছেন মঞ্চে কাজ না করেই। তাদের ক্ষেত্রে কী করণীয়?
**এখন যারা অভিনয়ে আসছেন তাদের বেশিরভাগই মডেলিং থেকে। তারা যেহেতু চলেই এসেছেন সেক্ষেত্রে তাদের উচিত হবে ভালোভাবে অভিনয়টা রপ্ত করে যাওয়া।
*মনপুরা চলচ্চিত্র দিয়েই আলোচনায় এসেছেন। এরপর আর বড় পর্দায় আসার কোনো খবর নেই কেন?
**নতুন কিছু ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু সমস্যা হল আমার ছেলেকে নিয়ে। ও এখনও অনেক ছোট। তাই ঢাকার বাইরে কোনো শুটিং হলে যেতে পারছি না। ছেলেটি আরেকটু বড় হলে আশা করছি সব আগের মতো ঠিক হয়ে যাবে। সাদিয়া ন্যান্সি
No comments