গীতা প্রতিযোগিতায় জয়ী মুসলিম ছাত্রী
ভারতের মুম্বাইয়ের বাসিন্দা ১২ বছরের বালিকা মরিয়ম সিদ্দিকী। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সে। ক্লাসে সেরাদের একজনও। সে একজন মুসলিম বালিকা হলেও হিন্দুদের ধর্মীয় গ্রন্থ ভগবত গীতার ওপর তার দখল হিন্দু ছেলেমেয়েদের চেয়েও বেশি!
তাইতো গীতার ওপর এক প্রতিযোগিতায় বাঘা বাঘা হিন্দু পণ্ডিতদের ছেলেমেয়েদের পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে মরিয়ম। ১৯৫ স্কুলের ৪৫০০ প্রতিযোগীকে হারিয়ে সেরা হয় সে। গীতা চ্যাম্পিয়নস লীগ কনটেস্টে নামের ওই প্রতিযোগিতার আয়োজন করে আন্তর্জাতিক সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইস্ককম)।
No comments