সারতের কেন্দ্রস্থলের কাছাকাছি এনটিসি বাহিনী
লিবিয়ার অন্তর্বর্তী সরকারের অনুগত যোদ্ধারা মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সারতেতে গত শনিবার থেকে নতুন করে হামলা শুরু করেছে। তাদের সহায়তা দিচ্ছে ন্যাটোর বিমানবাহিনী। যোদ্ধারা এখন সারতে শহরের কেন্দ্রস্থল থেকে মাত্র আধা কিলোমিটার দূরে রয়েছে।
ন্যাটো জানায়, গাদ্দাফির সমর্থকদের নৃশংস কর্মকাণ্ড বন্ধ করতে তারা অন্তর্বর্তী সরকারের বাহিনীকে সহায়তা করছে।
অন্তর্বর্তী সরকার-সমর্থিত জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) যোদ্ধারা শনিবার সারতের তিনটি এলাকায় কয়েকটি দলে ভাগ হয়ে হামলা চালায়। এনটিসির কমান্ডার ফাথি বাফাগা জানান, তাঁরা এরই মধ্যে একটি এলাকার দখল নিয়েছেন। অন্য দুটি এলাকার নিয়ন্ত্রণ নিতে লড়াই চলছে।
ন্যাটো জানায়, গাদ্দাফির সমর্থকদের নৃশংস কর্মকাণ্ড বন্ধ করতে তারা অন্তর্বর্তী সরকারের বাহিনীকে সহায়তা করছে।
অন্তর্বর্তী সরকার-সমর্থিত জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) যোদ্ধারা শনিবার সারতের তিনটি এলাকায় কয়েকটি দলে ভাগ হয়ে হামলা চালায়। এনটিসির কমান্ডার ফাথি বাফাগা জানান, তাঁরা এরই মধ্যে একটি এলাকার দখল নিয়েছেন। অন্য দুটি এলাকার নিয়ন্ত্রণ নিতে লড়াই চলছে।
No comments