ড্র করেও ফার্গির জয়ের আনন্দ
ম্যাচ শেষে স্যার অ্যালেক্স ফার্গুসনকে দেখে মনে হলো তিনি জয়ের আনন্দেই আছেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। চেলসি, আর্সেনাল, লিভারপুল, টটেনহাম—সব বড় দল যখন জয় পেয়েছে, তখন ড্র করে মৌসুমে প্রথম পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিগে প্রথম পাঁচ ম্যাচেই জিতে উড়তে থাকা ম্যানইউ পরশু রাতে ১-১ গোলে ড্র করেছে স্টোক সিটির সঙ্গে। কিন্তু কোচ ফার্গুসন বলছেন ‘চ্যাম্পিয়ন দলের মতোই’ খেলেছে তাঁর দল।
পরশুর ড্রয়ে পয়েন্ট টেবিলে ম্যানইউকে কাঁধ ছোঁয়াতে হলো নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে। পরশু রাতে যারা ২-০ গোলে হারিয়েছে এভারটনকে। শহরের দুটি দলেরই পয়েন্ট এখন সমান ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ফার্গুসনের দলই।
ওল্ড ট্রাফোর্ডে হতাশা ছিল আরও। শুক্রবার চোট পেয়েছেন ওয়েইন রুনি। এ ম্যাচে চোটের শিকার মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। তবে সবকিছু ছাপিয়ে ফার্গুসন দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত, ‘জয়ের সুযোগই ছিল আমাদের।’
নিজেদের খেলায় খুশি সিটি শিবিরও। অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি যেমন বলেছেন, সিটি ক্রমেই উন্নতি করছে, ‘আমাদের খেলায় অনেক ইতিবাচক দিক ছিল। এবং আমরা আমাদের পারফরম্যান্সে খুবই খুশি।’ ষষ্ঠ ম্যাচে সিটি পঞ্চম জয়টি পেয়েছে বদলি খেলোয়াড় মারিও বালোতেল্লি এবং জেমস মিলনারের গোলে। কোচ রবার্তো মানচিনি প্রশংসায় পিঠ চাপড়ে দিয়েছেন তাঁদের।
সোয়ানসির বিপক্ষে ৪-১ গোলে জিতেও একটা দুশ্চিন্তায় চেলসি। মৌসুমের দ্বিতীয় গোলটি করার পরই লাল কার্ড পেয়েছেন ফার্নান্দো তোরেস। নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচ। কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াসের এখন একজন স্ট্রাইকার চাই। পর্তুগিজ কোচ অবশ্য আত্মবিশ্বাসী, অন্যরা ঠিকই তোরেসের শূন্যস্থান পূরণ করতে পারবে, ‘আমাদের দুর্দান্ত চারজন স্ট্রাইকার আছে এবং প্রত্যেকেই দারুণ খেলছে।’
উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জিতে লিভারপুল উঠে এসেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। কোচ কেনি ডালগ্লিসের কণ্ঠে লুইস সুয়ারেজ আর অ্যান্ডি ক্যারলের প্রশংসা। বলছেন, সুয়ারেজ-ক্যারলই লিভারপুলের উন্নতির চাবিকাঠি। চোট কাটিয়ে এবারের লিগে পরশুই প্রথম ম্যাচটি খেলেছেন স্টিভেন জেরার্ড। ডালগ্লিসের খুশির কারণ এটাও, ‘অবশ্যই স্টিভেনকে ফিরতে দেখাটা দারুণ।’ হতাশায় ডুবে যাওয়া আর্সেনাল ৩-০ গোলে জিতেছে বোল্টনের বিপক্ষে। তবুও ম্যাচ শেষে কোচ আর্সেন ওয়েঙ্গারের অস্বস্তি, হাঁটুতে চোট পেয়েছেন থিও ওয়ালকট। অলিম্পিয়াকসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি খেলতে পারবেন না তিনি। উইগানকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টটেনহাম। আর্সেনাল এখনো দ্বাদশ স্থানে।
লিগে প্রথম পাঁচ ম্যাচেই জিতে উড়তে থাকা ম্যানইউ পরশু রাতে ১-১ গোলে ড্র করেছে স্টোক সিটির সঙ্গে। কিন্তু কোচ ফার্গুসন বলছেন ‘চ্যাম্পিয়ন দলের মতোই’ খেলেছে তাঁর দল।
পরশুর ড্রয়ে পয়েন্ট টেবিলে ম্যানইউকে কাঁধ ছোঁয়াতে হলো নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে। পরশু রাতে যারা ২-০ গোলে হারিয়েছে এভারটনকে। শহরের দুটি দলেরই পয়েন্ট এখন সমান ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ফার্গুসনের দলই।
ওল্ড ট্রাফোর্ডে হতাশা ছিল আরও। শুক্রবার চোট পেয়েছেন ওয়েইন রুনি। এ ম্যাচে চোটের শিকার মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। তবে সবকিছু ছাপিয়ে ফার্গুসন দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত, ‘জয়ের সুযোগই ছিল আমাদের।’
নিজেদের খেলায় খুশি সিটি শিবিরও। অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি যেমন বলেছেন, সিটি ক্রমেই উন্নতি করছে, ‘আমাদের খেলায় অনেক ইতিবাচক দিক ছিল। এবং আমরা আমাদের পারফরম্যান্সে খুবই খুশি।’ ষষ্ঠ ম্যাচে সিটি পঞ্চম জয়টি পেয়েছে বদলি খেলোয়াড় মারিও বালোতেল্লি এবং জেমস মিলনারের গোলে। কোচ রবার্তো মানচিনি প্রশংসায় পিঠ চাপড়ে দিয়েছেন তাঁদের।
সোয়ানসির বিপক্ষে ৪-১ গোলে জিতেও একটা দুশ্চিন্তায় চেলসি। মৌসুমের দ্বিতীয় গোলটি করার পরই লাল কার্ড পেয়েছেন ফার্নান্দো তোরেস। নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচ। কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াসের এখন একজন স্ট্রাইকার চাই। পর্তুগিজ কোচ অবশ্য আত্মবিশ্বাসী, অন্যরা ঠিকই তোরেসের শূন্যস্থান পূরণ করতে পারবে, ‘আমাদের দুর্দান্ত চারজন স্ট্রাইকার আছে এবং প্রত্যেকেই দারুণ খেলছে।’
উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জিতে লিভারপুল উঠে এসেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। কোচ কেনি ডালগ্লিসের কণ্ঠে লুইস সুয়ারেজ আর অ্যান্ডি ক্যারলের প্রশংসা। বলছেন, সুয়ারেজ-ক্যারলই লিভারপুলের উন্নতির চাবিকাঠি। চোট কাটিয়ে এবারের লিগে পরশুই প্রথম ম্যাচটি খেলেছেন স্টিভেন জেরার্ড। ডালগ্লিসের খুশির কারণ এটাও, ‘অবশ্যই স্টিভেনকে ফিরতে দেখাটা দারুণ।’ হতাশায় ডুবে যাওয়া আর্সেনাল ৩-০ গোলে জিতেছে বোল্টনের বিপক্ষে। তবুও ম্যাচ শেষে কোচ আর্সেন ওয়েঙ্গারের অস্বস্তি, হাঁটুতে চোট পেয়েছেন থিও ওয়ালকট। অলিম্পিয়াকসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি খেলতে পারবেন না তিনি। উইগানকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টটেনহাম। আর্সেনাল এখনো দ্বাদশ স্থানে।
No comments