নেপালে পর্যটন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৯
নেপালে মাউন্ট এভারেস্ট দেখাতে নিয়ে যাওয়া পর্যটকদের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গোদাবরি পার্বত্য এলাকায় গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
বুদ্ধ এয়ারক্রাফটের ওই উড়োজাহাজে ১০ জন ভারতীয়, দুজন মার্কিনি, একজন জাপানি এবং তিনজন নেপালি ছিলেন। এ ছাড়া ছিলেন তিনজন ক্রু। ভারী বৃষ্টি ও কুয়াশার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্ধার বিভাগের প্রধান বিমলেশ লাল কর্ণ বলেন, উড়োজাহাজের ১৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। মাউন্ট এভারেস্ট ভ্রমণশেষে ফেরার পথে কোটডাডা পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়।
এভিনিউজ টেলিভিশন চ্যানেলকে একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘উড়োজাহাজটি খুব নিচ দিয়ে উড়ছিল। অবস্থা দেখে আমরা বিস্মিত হয়েছি। এটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।’
পুলিশের একজন মুখপাত্র বলেন, ওই দুর্ঘটনায় এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
বুদ্ধ এয়ারক্রাফটের ওই উড়োজাহাজে ১০ জন ভারতীয়, দুজন মার্কিনি, একজন জাপানি এবং তিনজন নেপালি ছিলেন। এ ছাড়া ছিলেন তিনজন ক্রু। ভারী বৃষ্টি ও কুয়াশার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্ধার বিভাগের প্রধান বিমলেশ লাল কর্ণ বলেন, উড়োজাহাজের ১৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। মাউন্ট এভারেস্ট ভ্রমণশেষে ফেরার পথে কোটডাডা পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়।
এভিনিউজ টেলিভিশন চ্যানেলকে একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘উড়োজাহাজটি খুব নিচ দিয়ে উড়ছিল। অবস্থা দেখে আমরা বিস্মিত হয়েছি। এটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।’
পুলিশের একজন মুখপাত্র বলেন, ওই দুর্ঘটনায় এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
No comments