লক্ষণটা ভালো নয় বললেন স্পেন কোচ
হতভম্ব—সংবাদ সম্মেলনের শুরুতেই এক কথায় পরাজয়ের প্রতিক্রিয়া জানালেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। হতভম্ব কিংবা বিস্ময়, যেটাই বলুন—শুধু স্পেন কোচ নয়, পুরো ফুটবলবিশ্বেরই আসলে একই প্রতিক্রিয়া। শিরোপা ফেবারিটরা প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের মতো দলের কাছে হেরে যাবে, এটা কি কেউ ভেবেছিল! ভালো প্রতিরোধ-ট্রতিরোধ গড়ে তোলার কথা ভাবলেও এমন একটি জয়ের কথা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি সুইজারল্যান্ডও।
কেউ ভাবুক আর না ভাবুক, এটা ঘটেছে। ৮৫ বছরের মধ্যে মুখোমুখি লড়াইয়ে ১৯তম ম্যাচে এসে স্পেনের বিপক্ষে প্রথম জয় পেয়েছে সুইসরা। স্পেন কোচের কাছে পুরো বিষয়টিও ভাগ্যের খেলা, ‘আজ আসলে আমাদের দিন ছিল না। আমাদের দুর্ভাগ্যও বলতে পারেন। সুইজারল্যান্ড আরও একটি গোলের সুযোগ পেয়েছিল। এই দুটি সুযোগ ছাড়া পুরো ম্যাচটিই ছিল আমাদের নিয়ন্ত্রণে।’
সত্যিই তা-ই। ম্যাচে স্পেনের শতকরা ৬৩ ভাগ বল নিয়ন্ত্রণের সঙ্গে সুইজারল্যান্ডের ৩৭ ভাগের তুলনাও সেটাই বলে। এমন খেলার পরও নিজেদের প্রথম গ্রুপ ম্যাচেই হেরে যাওয়াটা ভালো লাগছে না দেল বস্কের, ‘লক্ষণটা ভালো নয়।’ তবে যা হয়ে গেছে তা নিয়ে না ভেবে পরের দু ম্যাচেই চোখ স্পেন কোচের, ‘এখন পরের দুই ম্যাচে জিততে হবে আমাদের। আপাতত এটাই আমাদের লক্ষ্য।’
কেউ ভাবুক আর না ভাবুক, এটা ঘটেছে। ৮৫ বছরের মধ্যে মুখোমুখি লড়াইয়ে ১৯তম ম্যাচে এসে স্পেনের বিপক্ষে প্রথম জয় পেয়েছে সুইসরা। স্পেন কোচের কাছে পুরো বিষয়টিও ভাগ্যের খেলা, ‘আজ আসলে আমাদের দিন ছিল না। আমাদের দুর্ভাগ্যও বলতে পারেন। সুইজারল্যান্ড আরও একটি গোলের সুযোগ পেয়েছিল। এই দুটি সুযোগ ছাড়া পুরো ম্যাচটিই ছিল আমাদের নিয়ন্ত্রণে।’
সত্যিই তা-ই। ম্যাচে স্পেনের শতকরা ৬৩ ভাগ বল নিয়ন্ত্রণের সঙ্গে সুইজারল্যান্ডের ৩৭ ভাগের তুলনাও সেটাই বলে। এমন খেলার পরও নিজেদের প্রথম গ্রুপ ম্যাচেই হেরে যাওয়াটা ভালো লাগছে না দেল বস্কের, ‘লক্ষণটা ভালো নয়।’ তবে যা হয়ে গেছে তা নিয়ে না ভেবে পরের দু ম্যাচেই চোখ স্পেন কোচের, ‘এখন পরের দুই ম্যাচে জিততে হবে আমাদের। আপাতত এটাই আমাদের লক্ষ্য।’
No comments