বিশ্বকাপে তিন ভাই
হন্ডুরাসের ২৩ জনের দলে দুজন প্যালাসিওস আগে থেকেই ছিলেন। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে হয়ে গেলেন তিনজন। মিডফিল্ডার উইলসন প্যালাসিওস দলের সবচেয়ে বড় তারকা, জনি প্যালাসিওস খেলেন রক্ষণভাগে। চোট পাওয়া হুলিও সিজার ডি লিওনের বদলে সুযোগ পেলেন জেরি প্যালাসিওস। নাম দেখে যা অনুমান করছেন, তাই ঠিক। তাঁরা তিনজনই ভাই। হন্ডুরাসের রক্ষণ, মাঝমাঠ আর আক্রমণভাগের তিন ভাই মিলে গড়েছেন ইতিহাস। এক দলে তিন ভাই—বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম।
ফিফার কাছে ইতালির ক্লাব তুরিনোর ফরোয়ার্ড ডি লিওনের বদলে একজনকে নেওয়ার অনুমতি চেয়েছিল হন্ডুরাস। নিয়ম অনুযায়ী কোনো দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত ইনজুরি আক্রান্ত ফুটবলারের বদলি নেওয়া যাবে। অনুমতি পেতে তাই সমস্যা হয়নি। সবার শেষে ডাক পাওয়া জেরি তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়, খেলেন চীনের ক্লাব হাংঝু গ্রিনটাউনে। সবচেয়ে বিখ্যাতজন উইলসন খেলেন টটেনহাম হটস্পারে, আর তিনজনের সবচেয়ে ছোট জনি খেলেন নিজ দেশের ক্লাব অলিম্পিয়ায়।
ইতিহাস গড়ার মুহূর্তে তিন ভাইয়েরই মনে পড়ছে আরেক প্যালাসিওসের কথা। আরও এক ভাই ছিলেন তাঁদের, সবার ছোট বলে এডউইন প্যালাসিওস ছিলেন সবচেয়ে আদরের। গত বছর এডউইনকে কিডন্যাপ করে সন্ত্রাসীরা, দেড় লাখ ডলার মুক্তিপণ দেওয়ার পরও কয়েক দিন পর পাওয়া যায় কেবল তাঁর লাশ। ‘ফুটবলে আমি যা কিছু করি, সবই এডউইনের জন্য। ও আমাকে ওপর থেকে দেখছে’, বলেছেন উইলসন।
ফিফার কাছে ইতালির ক্লাব তুরিনোর ফরোয়ার্ড ডি লিওনের বদলে একজনকে নেওয়ার অনুমতি চেয়েছিল হন্ডুরাস। নিয়ম অনুযায়ী কোনো দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত ইনজুরি আক্রান্ত ফুটবলারের বদলি নেওয়া যাবে। অনুমতি পেতে তাই সমস্যা হয়নি। সবার শেষে ডাক পাওয়া জেরি তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়, খেলেন চীনের ক্লাব হাংঝু গ্রিনটাউনে। সবচেয়ে বিখ্যাতজন উইলসন খেলেন টটেনহাম হটস্পারে, আর তিনজনের সবচেয়ে ছোট জনি খেলেন নিজ দেশের ক্লাব অলিম্পিয়ায়।
ইতিহাস গড়ার মুহূর্তে তিন ভাইয়েরই মনে পড়ছে আরেক প্যালাসিওসের কথা। আরও এক ভাই ছিলেন তাঁদের, সবার ছোট বলে এডউইন প্যালাসিওস ছিলেন সবচেয়ে আদরের। গত বছর এডউইনকে কিডন্যাপ করে সন্ত্রাসীরা, দেড় লাখ ডলার মুক্তিপণ দেওয়ার পরও কয়েক দিন পর পাওয়া যায় কেবল তাঁর লাশ। ‘ফুটবলে আমি যা কিছু করি, সবই এডউইনের জন্য। ও আমাকে ওপর থেকে দেখছে’, বলেছেন উইলসন।
No comments