বেকেনবাওয়ারকে ইংলিশ জবাব
ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের কথাটা খুব আহত করেছে ইংল্যান্ডের খেলোয়াড়দের। ইংল্যান্ডের ফুটবল নিয়ে তিনি যে সমালোচনা করেছেন, তার তাৎক্ষণিক জবাব দিয়েছেন তাঁরা। এএফপি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের ১-১ গোলের ড্র ম্যাচটি দেখার পর ইংল্যান্ডের খেলাকে ঠারেঠোরে ‘প্রাগৈতিহাসিক’ বলেছেন বেকেনবাওয়ার, ‘ওদের খেলা দেখে মনে হয়েছে, ইংলিশরা সেই জঘন্য পুরোনো দিনে ফিরে গেছে। যেখানে তাদের খেলার ধরন ছিল কিক মারো আর দৌড় দাও!’
বেকেনবাওয়ারের সমালোচনার জবাব দিয়েছেন ইংল্যান্ডের দুই ডিফেন্ডার ম্যাথু আপসন ও মাইকেল ডসন। ‘আমাদের খেলা দেখে উনি যেটা বলেছেন, সেটা ওনার মতামত। ব্যাপারটা হচ্ছে জয়ের। আমরা যদি শুধু বলে লাথি মেরে আর দৌড়াদৌড়ি করে ম্যাচ জিততে পারি, তাহলে তা-ই’—বলেছেন আপসন। আর ডসনের কথা, ‘আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা এমন ফুটবল খেলব, যেটা আমাদের সঙ্গে মানিয়ে যায়।’ সঙ্গে যোগ করেছেন, ‘আসলে প্রত্যেকেই তাদের মতামত দেবে। কিন্তু সবকিছুকে পাত্তা দেওয়ার দরকার নেই। আপনি ইংল্যান্ড দলটির দিকে তাকান, যাতে বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে। তাই কে কী বলল সেটাতে কান না দিয়ে এই মুহূর্তে নিজেদের খেলাতেই মনোযোগ দিতে হবে।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ড্রতে দলের মনোবল ভেঙে যায়নি বলেও জানালেন আপসন ও ডসন। রবার্ট গ্রিনও নাকি তাঁর অপেক্ষায় আছেন পরের ম্যাচগুলোয় ভালো করার জন্য। গ্রিনের প্রস্তুতি নিয়ে ডসন বলেছেন, ‘ভুল করার পরবর্তী সময়টা ও ভালোভাবেই সামলে নিয়েছে। এটা ঘটতেই পারে, কিন্তু এখন সে পুরো মনোযোগী। আমরা কেউই বাড়তি চাপ নিচ্ছি না। তবে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেললে কিছু চাপ তো থাকবেই।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের ১-১ গোলের ড্র ম্যাচটি দেখার পর ইংল্যান্ডের খেলাকে ঠারেঠোরে ‘প্রাগৈতিহাসিক’ বলেছেন বেকেনবাওয়ার, ‘ওদের খেলা দেখে মনে হয়েছে, ইংলিশরা সেই জঘন্য পুরোনো দিনে ফিরে গেছে। যেখানে তাদের খেলার ধরন ছিল কিক মারো আর দৌড় দাও!’
বেকেনবাওয়ারের সমালোচনার জবাব দিয়েছেন ইংল্যান্ডের দুই ডিফেন্ডার ম্যাথু আপসন ও মাইকেল ডসন। ‘আমাদের খেলা দেখে উনি যেটা বলেছেন, সেটা ওনার মতামত। ব্যাপারটা হচ্ছে জয়ের। আমরা যদি শুধু বলে লাথি মেরে আর দৌড়াদৌড়ি করে ম্যাচ জিততে পারি, তাহলে তা-ই’—বলেছেন আপসন। আর ডসনের কথা, ‘আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা এমন ফুটবল খেলব, যেটা আমাদের সঙ্গে মানিয়ে যায়।’ সঙ্গে যোগ করেছেন, ‘আসলে প্রত্যেকেই তাদের মতামত দেবে। কিন্তু সবকিছুকে পাত্তা দেওয়ার দরকার নেই। আপনি ইংল্যান্ড দলটির দিকে তাকান, যাতে বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে। তাই কে কী বলল সেটাতে কান না দিয়ে এই মুহূর্তে নিজেদের খেলাতেই মনোযোগ দিতে হবে।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ড্রতে দলের মনোবল ভেঙে যায়নি বলেও জানালেন আপসন ও ডসন। রবার্ট গ্রিনও নাকি তাঁর অপেক্ষায় আছেন পরের ম্যাচগুলোয় ভালো করার জন্য। গ্রিনের প্রস্তুতি নিয়ে ডসন বলেছেন, ‘ভুল করার পরবর্তী সময়টা ও ভালোভাবেই সামলে নিয়েছে। এটা ঘটতেই পারে, কিন্তু এখন সে পুরো মনোযোগী। আমরা কেউই বাড়তি চাপ নিচ্ছি না। তবে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেললে কিছু চাপ তো থাকবেই।’
No comments