দক্ষিণ কোরিয়ায় বিপন্ন প্রজাতির গরুর ক্লোন
দক্ষিণ কোরিয়ার গবেষকেরা স্থানীয় একটি বিরল ও বিপন্ন প্রজাতির গরুর ক্লোন করেছেন। গতকাল বুধবার তাঁরা এই দাবি করেন। সরকারি অর্থে এই ক্লোন করা হয়। খবর এএফপির।
জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি ও মিরায়ে বায়োটেকের নেতৃত্বাধীন একটি গবেষক দল গরুর এই ক্লোন করে। প্রতিষ্ঠান দুটির বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের সেপ্টেম্বরে হুকু বা কালো পশমের এই গরুর বাছুর জন্ম নেয়। জন্মের পর থেকে এটি সুস্থ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০০৮ সালে গবেষকেরা একটি হুকু ষাঁড়ের দেহ থেকে প্রয়োজনীয় কোষ নিয়ে তা হিমাগারে সংরক্ষণ করেন। পরে তা নিষিক্ত ডিম্বাণুর মধ্যে ব্যবহার করা হয়। তা স্থাপন করা হয় একটি গাভির ভেতর।
দক্ষিণ কোরিয়া এর আগে একটি গরুসহ বিভিন্ন পশুর ক্লোন করেন।
জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি ও মিরায়ে বায়োটেকের নেতৃত্বাধীন একটি গবেষক দল গরুর এই ক্লোন করে। প্রতিষ্ঠান দুটির বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের সেপ্টেম্বরে হুকু বা কালো পশমের এই গরুর বাছুর জন্ম নেয়। জন্মের পর থেকে এটি সুস্থ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০০৮ সালে গবেষকেরা একটি হুকু ষাঁড়ের দেহ থেকে প্রয়োজনীয় কোষ নিয়ে তা হিমাগারে সংরক্ষণ করেন। পরে তা নিষিক্ত ডিম্বাণুর মধ্যে ব্যবহার করা হয়। তা স্থাপন করা হয় একটি গাভির ভেতর।
দক্ষিণ কোরিয়া এর আগে একটি গরুসহ বিভিন্ন পশুর ক্লোন করেন।
No comments