স্কয়ার টেক্সটাইলসের ৩১ শতাংশ লভ্যাংশ অনুমোদন
স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের ২০০৯ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে নগদে ১৬ ও বোনাস শেয়ারে ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।
কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। গাজীপুরের সারদাগঞ্জে কোম্পানির কারখানা চত্বরে গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী।
সভায় কোম্পানির পরিচালক কাজী হারুনুর রশিদ, কাজী ইকবাল হারুন, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, অর্থ ও হিসাব পরিচালক মো. কবির রেজা এবং কোম্পানির সচিব খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০০৯ সালে স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের মোট মুনাফার পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা। একই বছরে কোম্পানির কর-পূর্ব ও কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়ায় যথাক্রমে ৩১ কোটি ১৭ লাখ ৭০ হাজার ও ২৬ কোটি ছয় লাখ ৩০ হাজার টাকা।
আলোচ্য বছরে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড জাতীয় কোষাগারে মোট ছয় কোটি ৫১ লাখ টাকা জমা দিয়েছে।
সভায় স্কয়ার টেক্সটাইলসের সাম্প্রতিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়
কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। গাজীপুরের সারদাগঞ্জে কোম্পানির কারখানা চত্বরে গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী।
সভায় কোম্পানির পরিচালক কাজী হারুনুর রশিদ, কাজী ইকবাল হারুন, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, অর্থ ও হিসাব পরিচালক মো. কবির রেজা এবং কোম্পানির সচিব খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০০৯ সালে স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের মোট মুনাফার পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা। একই বছরে কোম্পানির কর-পূর্ব ও কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়ায় যথাক্রমে ৩১ কোটি ১৭ লাখ ৭০ হাজার ও ২৬ কোটি ছয় লাখ ৩০ হাজার টাকা।
আলোচ্য বছরে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড জাতীয় কোষাগারে মোট ছয় কোটি ৫১ লাখ টাকা জমা দিয়েছে।
সভায় স্কয়ার টেক্সটাইলসের সাম্প্রতিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়
No comments