মহিলা ক্লাব কাপ ক্রিকেট
মেয়েদের ক্লাব কাপ ক্রিকেটে জয় দিয়ে শুরু হয়েছে মোহামেডানের। গুলশান ইয়ুথ ক্লাব মাঠে কাল উদ্বোধনী ম্যাচে তারা ৬ উইকেটে হারিয়েছে বিকেএসপিকে।
মোহামেডানের বোলারদের দাপটে ৩২.৩ ওভারে ৭৪ রানেই অলআউট বিকেএসপি। ওপেনার রোজিনা আক্তার করেছেন সর্বোচ্চ ১৮ রান। মোহামেডানের শুকতারা ও রুমানা নিয়েছেন ২টি করে উইকেট। ইতি, তাজিয়া, সালমা ও পাপিয়া পেয়েছেন ১টি করে। জবাবে ২২.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে এই রান টপকে যায় মোহামেডান। বোলিংয়ে সফল রোমানা ব্যাট হাতে করেছেন সর্বোচ্চ অপরাজিত ৩১ রান।
গুলশান ইয়ুথ ক্লাব ও ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই গ্রুপে খেলছে ৮টি দল। ‘এ’ গ্রুপে মোহামেডান, ওয়ান্ডারার্স, ইন্দিরা রোড ও বিকেএসপি। ‘বি’ গ্রুপে আবাহনী, আনসার ও ভিডিপি, কলাবাগান ও আজাদ স্পোর্টিং। ফাইনাল আগামী ২৫ এপ্রিল।
মোহামেডানের বোলারদের দাপটে ৩২.৩ ওভারে ৭৪ রানেই অলআউট বিকেএসপি। ওপেনার রোজিনা আক্তার করেছেন সর্বোচ্চ ১৮ রান। মোহামেডানের শুকতারা ও রুমানা নিয়েছেন ২টি করে উইকেট। ইতি, তাজিয়া, সালমা ও পাপিয়া পেয়েছেন ১টি করে। জবাবে ২২.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে এই রান টপকে যায় মোহামেডান। বোলিংয়ে সফল রোমানা ব্যাট হাতে করেছেন সর্বোচ্চ অপরাজিত ৩১ রান।
গুলশান ইয়ুথ ক্লাব ও ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই গ্রুপে খেলছে ৮টি দল। ‘এ’ গ্রুপে মোহামেডান, ওয়ান্ডারার্স, ইন্দিরা রোড ও বিকেএসপি। ‘বি’ গ্রুপে আবাহনী, আনসার ও ভিডিপি, কলাবাগান ও আজাদ স্পোর্টিং। ফাইনাল আগামী ২৫ এপ্রিল।
No comments