ইন্টারকে সরিয়ে শীর্ষে রোমা
স্কুডেট্টোটাকে একরকম নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে ইন্টার মিলান। ইতালিয়ান সিরি ‘আ’তে গত চারবারের চ্যাম্পিয়নরা এবারও বীরদর্পেই এগিয়ে যাচ্ছিল শিরোপার দিকে। কিন্তু গত পরশু ছয় মাস পর পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে ইন্টারকে ছিটকে ফেলল এএস রোমা। আটালান্টার বিপক্ষে ২-১ গোলে জিতে শীর্ষে এখন রোমের দলটিই, সর্বশেষ স্কুডেট্টো জয়ের স্মৃতি রোমন্থন করতে যাদের ফিরে যেতে হয় নয় বছর পেছনে। ৩৩ ম্যাচে রোমার পয়েন্ট ৬৮, ইন্টারের ৬৭।
আগের দিন ইন্টার ফিওরেন্টিনা থেকে ড্র করে ফেরার পরই জাগে সম্ভাবনাটা। রোমা সেটিকে বাস্তবে রূপ দিতে পেরেছে মির্কো ভুচিনিচ ও মার্কো কাসেত্তির কল্যাণে। ২৭ মিনিটের মধ্যে তাদের দেওয়া দুটি গোলে এগিয়ে গিয়েছিল রোমা। ৫৩ মিনিটে টিরিবোচ্চি একটা গোল অবশ্য শোধ দেন। ম্যাচ বাকি মাত্র ৫টি করে, রোমার কোচ ক্লদিও রানিয়েরি তাই শিরোপার সুবাস পেতে শুরু করেছেন, ‘এত দিন স্কুডেট্টো জয়টা অনেক কিছুর ওপর নির্ভর করছিল। এখন এটা আমাদের হাতেই।’
হাতের কাজটা করতে পারেনি লিওনার্দো-রোনালদিনহোর দল। নিজেদের মাঠে কাতানিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে শিরোপা লড়াইয়ে পেছনে পড়ে গেছে এসি মিলান। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে মিলান তৃতীয় স্থানেই থাকল। এর পরও লিওনার্দোর খুশিই হওয়ার কথা। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ার পরও বরিয়েল্লোর জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারাও তো কম কথা নয়।
আগের দিন ইন্টার ফিওরেন্টিনা থেকে ড্র করে ফেরার পরই জাগে সম্ভাবনাটা। রোমা সেটিকে বাস্তবে রূপ দিতে পেরেছে মির্কো ভুচিনিচ ও মার্কো কাসেত্তির কল্যাণে। ২৭ মিনিটের মধ্যে তাদের দেওয়া দুটি গোলে এগিয়ে গিয়েছিল রোমা। ৫৩ মিনিটে টিরিবোচ্চি একটা গোল অবশ্য শোধ দেন। ম্যাচ বাকি মাত্র ৫টি করে, রোমার কোচ ক্লদিও রানিয়েরি তাই শিরোপার সুবাস পেতে শুরু করেছেন, ‘এত দিন স্কুডেট্টো জয়টা অনেক কিছুর ওপর নির্ভর করছিল। এখন এটা আমাদের হাতেই।’
হাতের কাজটা করতে পারেনি লিওনার্দো-রোনালদিনহোর দল। নিজেদের মাঠে কাতানিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে শিরোপা লড়াইয়ে পেছনে পড়ে গেছে এসি মিলান। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে মিলান তৃতীয় স্থানেই থাকল। এর পরও লিওনার্দোর খুশিই হওয়ার কথা। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ার পরও বরিয়েল্লোর জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারাও তো কম কথা নয়।
No comments