পাওনা দাবি করে জ্যাকসনের বিরুদ্ধে মামলা
রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের কাছ থেকে চার কোটি ৪০ লাখ ডলার পাওনা দাবি করে তাঁর সাবেক প্রচারণা কর্মীর দায়ের করা একটি মামলার খবর পাওয়া গেছে। সাবেক প্রচারণাকর্মী ও ব্যবস্থাপক রেমনি বেইন পপসম্রাটের মৃত্যুর কিছু দিন আগে ওই মামলা করেছিলেন।
টিএমজেড ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ২০০৮ সালে জ্যাকসনের সঙ্গে কাজ করা ছেড়ে দেন বেইন। পপসম্রাটের সাবেক এই প্রচারণাকর্মী দাবি করেন, ওই বছরে জ্যাকসনের কাছ থেকে তিনি কোনো পাওনা পাননি। গত বছরের ২৫ জুন জ্যাকসন মারা যাওয়ার কয়েক দিন আগে এ ব্যাপারে মামলা করেন বেইন।
এর আগে জ্যাকসনের কাছে পাওনা দাবি করে মামলা করেন তাঁর ত্বকের চিকিৎসক আরনল্ড ক্লেইন এবং গণমাধ্যম ও যোগাযোগ পরামর্শক ভ্যান এফ আলেকজান্ডার।
টিএমজেড ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ২০০৮ সালে জ্যাকসনের সঙ্গে কাজ করা ছেড়ে দেন বেইন। পপসম্রাটের সাবেক এই প্রচারণাকর্মী দাবি করেন, ওই বছরে জ্যাকসনের কাছ থেকে তিনি কোনো পাওনা পাননি। গত বছরের ২৫ জুন জ্যাকসন মারা যাওয়ার কয়েক দিন আগে এ ব্যাপারে মামলা করেন বেইন।
এর আগে জ্যাকসনের কাছে পাওনা দাবি করে মামলা করেন তাঁর ত্বকের চিকিৎসক আরনল্ড ক্লেইন এবং গণমাধ্যম ও যোগাযোগ পরামর্শক ভ্যান এফ আলেকজান্ডার।
No comments