কাচজিনস্কির শেষকৃত্য শনিবার
পোলান্ডের নিহত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে আগামী শনিবার। গতকাল সোমবার দেশটির একটি পত্রিকা এ কথা জানায়। গত শনিবার রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় স্ত্রী ও কয়েকজন শীর্ষ সহযোগীসহ কাচজিনস্কি প্রাণ হারান।
শীর্ষস্থানীয় পোলিশ দৈনিক গাজেটা ওয়াইবোরসজার ওয়েবসাইটে বলা হয়, আগামী শনিবার কাচজিনস্কির রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান করার আশা করছে সরকার। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী সিকোরস্কিকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে পারেন।
সাবেক প্রেসিডেন্টের সহযোগী এলজবিয়েটা জাকুবিয়াক বলেন, কাচজিনস্কির শেষকৃত্যানুষ্ঠান চলতে পারে দুই দিন। তিনি বলেন, ‘তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব মৃতদেহ পোল্যান্ডে পৌঁছার জন্য আমরা অপেক্ষা করছি।’
বর্তমান প্রেসিডেন্টের সহযোগী জাসেক সাসিন পোল্যান্ডের বার্তা সংস্থা পিএপিকে বলেন, শেষকৃত্যের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট কার্যালয়ের ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বৈঠকে মিলিত হবেন।
শীর্ষস্থানীয় পোলিশ দৈনিক গাজেটা ওয়াইবোরসজার ওয়েবসাইটে বলা হয়, আগামী শনিবার কাচজিনস্কির রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান করার আশা করছে সরকার। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী সিকোরস্কিকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে পারেন।
সাবেক প্রেসিডেন্টের সহযোগী এলজবিয়েটা জাকুবিয়াক বলেন, কাচজিনস্কির শেষকৃত্যানুষ্ঠান চলতে পারে দুই দিন। তিনি বলেন, ‘তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব মৃতদেহ পোল্যান্ডে পৌঁছার জন্য আমরা অপেক্ষা করছি।’
বর্তমান প্রেসিডেন্টের সহযোগী জাসেক সাসিন পোল্যান্ডের বার্তা সংস্থা পিএপিকে বলেন, শেষকৃত্যের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট কার্যালয়ের ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বৈঠকে মিলিত হবেন।
No comments