ভারতীয় কোম্পানির সঙ্গে পাসপোর্ট ছাপার চুক্তি বাতিল করছে নেপাল
পাসপোর্ট ছাপার জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নেপালের সরকার। গতকাল সোমবার নেপালের প্রধানমন্ত্রীর মুখপাত্র বিষ্ণু রিজাল এ কথা বলেন। এর আগে এ চুক্তি করার জন্য বিরোধীদের তীব্র সামালোচনার মুখে পড়েছিল সরকার। বিরোধী দলগুলো অভিযোগ করে আসছিল, নয়াদিল্লির চাপের কারণে এ চুক্তি করেছে নেপাল সরকার।
বিষ্ণু রিজাল বলেন, সরকার পার্লামেন্টারি কমিটির পরামর্শ গ্রহণ এবং পাসপোর্ট ছাপানোর জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে মন্ত্রিসভার বৈঠকের পর যোগাযোগমন্ত্রী ও সরকারের মুখপাত্র শংকর পোখারেল বলেন, ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস থেকে পাসপোর্ট ছাপানোর সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নেপালের সুপ্রিম কোর্ট এ চুক্তি স্থগিত এবং চুক্তি করার কারণ ব্যাখ্যা করতে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল ও পররাষ্ট্রমন্ত্রী সুজাতা কৈরালার প্রতি সমন জারি করার চার দিন পর এই সিদ্ধান্ত নিল সরকার। সম্প্রতি যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ছাপানোর জন্য দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে ভারতীয় পক্ষের সঙ্গে চুক্তি করে নেপাল
বিষ্ণু রিজাল বলেন, সরকার পার্লামেন্টারি কমিটির পরামর্শ গ্রহণ এবং পাসপোর্ট ছাপানোর জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে মন্ত্রিসভার বৈঠকের পর যোগাযোগমন্ত্রী ও সরকারের মুখপাত্র শংকর পোখারেল বলেন, ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস থেকে পাসপোর্ট ছাপানোর সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নেপালের সুপ্রিম কোর্ট এ চুক্তি স্থগিত এবং চুক্তি করার কারণ ব্যাখ্যা করতে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল ও পররাষ্ট্রমন্ত্রী সুজাতা কৈরালার প্রতি সমন জারি করার চার দিন পর এই সিদ্ধান্ত নিল সরকার। সম্প্রতি যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ছাপানোর জন্য দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে ভারতীয় পক্ষের সঙ্গে চুক্তি করে নেপাল
No comments