পাকিস্তানে নিজের বই প্রকাশ করবেন যশবন্ত সিং
পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলি জিন্নাহকে নিয়ে লেখা নিজের বই প্রকাশ করতে পাকিস্তান যাচ্ছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং।
জানা গেছে, জিন্নাহ, ইন্ডিয়া-পার্টিশন-ইনডিপেনডেনস নামের বইটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রকাশ হবে। ইসলামাবাদ ক্লাবে কাল ১৪ এপ্রিল বইটি প্রকাশ হওয়ার পর করাচি শহরেও বইটি প্রকাশ করবেন যশবন্ত সিং। পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, দুই দেশের বইপ্রেমীদের ওপর তার কোনো প্রভাব নেই।
জানা গেছে, জিন্নাহ, ইন্ডিয়া-পার্টিশন-ইনডিপেনডেনস নামের বইটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রকাশ হবে। ইসলামাবাদ ক্লাবে কাল ১৪ এপ্রিল বইটি প্রকাশ হওয়ার পর করাচি শহরেও বইটি প্রকাশ করবেন যশবন্ত সিং। পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, দুই দেশের বইপ্রেমীদের ওপর তার কোনো প্রভাব নেই।
No comments