সেমির সম্ভাবনা জিইয়ে রাখল ডেকান
তাঁর হাতে যখন বল, কে একজন গ্যালারিতে মেলে ধরলেন একটা প্ল্যাকার্ড, তাতে লেখা—সিং ইজ কিং! তেমন নামী কেউ না হলেও হরমিত সিংই শেষ পর্যন্ত ডেকান চার্জার্সের জয়ের নায়ক হয়ে উঠলেন। শেষ দুই ওভারে হাতের চার উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দরকার যখন ১৮ রান, তখনই হরমিত সিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ১৯তম ওভারের প্রথম দুই বলে দুই ব্যাটসম্যানকে আউট করে। ১৫১ রানের পুঁজি নিয়েও ডেকান চার্জার্স ১৩ রানে হারাল বেঙ্গালুরুকে (১৩৮)।
এটি ডেকানের ষষ্ঠ জয় আর বেঙ্গালুরুর ষষ্ঠ পরাজয়। এই জয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রইল গত আসরের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সের। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: ডেকান চার্জার্স: ২০ ওভারে ১৫১/৬ (রোহিত শর্মা ৫১, মিশ্র ৪১; স্টেইন ৩/১৮)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৯.৪ ওভারে ১৩৮ (দ্রাবিড় ৪৯, উথাপ্পা ৩৪, ক্যালিস ২৭; রুদ্র প্রতাপ ২/২১, ওঝা ২/২২, হরমিত ২/২৪, হ্যারিস ২/৩৪)।
এটি ডেকানের ষষ্ঠ জয় আর বেঙ্গালুরুর ষষ্ঠ পরাজয়। এই জয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রইল গত আসরের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সের। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: ডেকান চার্জার্স: ২০ ওভারে ১৫১/৬ (রোহিত শর্মা ৫১, মিশ্র ৪১; স্টেইন ৩/১৮)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৯.৪ ওভারে ১৩৮ (দ্রাবিড় ৪৯, উথাপ্পা ৩৪, ক্যালিস ২৭; রুদ্র প্রতাপ ২/২১, ওঝা ২/২২, হরমিত ২/২৪, হ্যারিস ২/৩৪)।
No comments