বাজারে অগ্নি প্রতিরোধক তার নিয়ে এসেছে ম্যাক্রো কেব্ল লিমিটেড
ম্যাক্রো কেব্ল লিমিটেড ‘এফআর কেব্ল’ নামের নতুন একটি অগ্নি প্রতিরোধক বৈদ্যুতিক তার নিয়ে এসেছে।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে এই তারের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এতে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সভাপতি তানভিরুল ইসলাম, বিকেএমইএর সভাপতি ফজলুল হক এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যাক্রো কেব্ল লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আহম্মেদ শোয়েব। এতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ম্যাক্রো কেবেলর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল জলিল।
বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি সবাইকে বিশেষভাবে তাড়িত করেছে। এ ছাড়া দূর-অতীতে বিভিন্ন গার্মেন্টসে ও অন্যান্য প্রতিষ্ঠানে শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সবার মনে আছে।
মন্ত্রীআরও বলেন, বিষয়টি অনুধাবন করে ম্যাক্রো কেব্ল গতানুগতিক কেবেলর পরিবর্তে অগ্নি প্রতিরোধক এফআর কেব্ল বা তার বাজারে নিয়ে এসেছে, যা অগ্নি-দুর্ঘটনা এড়াতে বহুলাংশে সাহায্য করবে।
ফজলুল হক নিরাপত্তার আঙ্গিকে ও দুর্ঘটনাজনিত ঝুঁকি রোধে ম্যাক্রো কেবেলর নিয়ে আসা নতুন তারের প্রশংসা করেন।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে এই তারের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এতে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সভাপতি তানভিরুল ইসলাম, বিকেএমইএর সভাপতি ফজলুল হক এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যাক্রো কেব্ল লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আহম্মেদ শোয়েব। এতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ম্যাক্রো কেবেলর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল জলিল।
বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি সবাইকে বিশেষভাবে তাড়িত করেছে। এ ছাড়া দূর-অতীতে বিভিন্ন গার্মেন্টসে ও অন্যান্য প্রতিষ্ঠানে শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সবার মনে আছে।
মন্ত্রীআরও বলেন, বিষয়টি অনুধাবন করে ম্যাক্রো কেব্ল গতানুগতিক কেবেলর পরিবর্তে অগ্নি প্রতিরোধক এফআর কেব্ল বা তার বাজারে নিয়ে এসেছে, যা অগ্নি-দুর্ঘটনা এড়াতে বহুলাংশে সাহায্য করবে।
ফজলুল হক নিরাপত্তার আঙ্গিকে ও দুর্ঘটনাজনিত ঝুঁকি রোধে ম্যাক্রো কেবেলর নিয়ে আসা নতুন তারের প্রশংসা করেন।
No comments