ভারত-বাংলাদেশ সিরিজে রেফারেল নেই
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। দুই টেস্টের ওই সিরিজে রেফারেল পদ্ধতি থাকবে না বলে জানা গেছে। মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে খেলোয়াড়দের আবেদন করার এই পদ্ধতি অস্ট্রেলিয়া-পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা-ইল্যান্ড দুটো সিরিজেই চলছে। কিন্তু পক্ষে-বিপক্ষে বেশ বিতর্কও চলছে এ নিয়ে। আইসিসি অবশ্য রেফারেল পদ্ধতির পক্ষে। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত কিছুদিন আগেও মন্তব্য করেছিলেন, রিভিউ পদ্ধতির কারণে শুধু আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের পরিমাণ কমছে না, মাঠে খেলোয়াড়দের আচরণও ভালো হচ্ছে।
আইসিসি পক্ষে থাকলেও বাংলাদেশ সফরে রিভিউ পদ্ধতি ব্যবহার করা হবে না বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা আভাস দিয়েছেন।
আইসিসি পক্ষে থাকলেও বাংলাদেশ সফরে রিভিউ পদ্ধতি ব্যবহার করা হবে না বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা আভাস দিয়েছেন।
No comments