নাজমুলকে ছিটকে দিল ইনজুরি
জিম্বাবুয়ের বিপক্ষে গত ওয়ানডে সিরিজে এই একই রকম ইনজুরিতে পড়েছিলেন। এবার তিন জাতি সিরিজ শুরুর আগে আকস্মিক এক ইনজুরি এসে দর্শকই বানিয়ে দিল নাজমুল হোসেনকে। আসন্ন ত্রিদেশীয় সিরিজের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন এই ডানহাতি পেসার। তাঁর জায়গায় দলে ঢুকেছেন আরেক পেসার শাহাদাত হোসেন।
৩১ অক্টোবর অনুশীলন ম্যাচে বল করতে গিয়ে পা পিছলে পড়ে ডান ঊরুতে ব্যথা পান নাজমুল। দলের ফিজিও জানিয়েছেন, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
যেদিন দল ঘোষণা হলো ওই দিন বিকেলেই প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে দুর্ভাগ্যের শিকার হলেন। তিন জাতি সিরিজে ভালো করার জন্য দারুণ অনুপ্রাণিত বোধ করছিলেন নাজমুল। গত জানুয়ারির ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ৩ উইকেট নিয়েছিলেন ১০ ওভারে ৩০ রান খরচায়। এবার হঠাত্ করেই তাঁকে ছিটকে ফেলল ইনজুরি। খুবই হতাশ নাজমুল, ‘খুবই খারাপ লাগছে আমার। গত কয়েকটি সিরিজ আমি ভালোই বল করেছি। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংটা উপভোগ করতে শুরু করেছিলাম। কিন্তু এমন সময় এই ইনজুরিতে পড়লাম।’
৩১ অক্টোবর অনুশীলন ম্যাচে বল করতে গিয়ে পা পিছলে পড়ে ডান ঊরুতে ব্যথা পান নাজমুল। দলের ফিজিও জানিয়েছেন, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
যেদিন দল ঘোষণা হলো ওই দিন বিকেলেই প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে দুর্ভাগ্যের শিকার হলেন। তিন জাতি সিরিজে ভালো করার জন্য দারুণ অনুপ্রাণিত বোধ করছিলেন নাজমুল। গত জানুয়ারির ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ৩ উইকেট নিয়েছিলেন ১০ ওভারে ৩০ রান খরচায়। এবার হঠাত্ করেই তাঁকে ছিটকে ফেলল ইনজুরি। খুবই হতাশ নাজমুল, ‘খুবই খারাপ লাগছে আমার। গত কয়েকটি সিরিজ আমি ভালোই বল করেছি। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংটা উপভোগ করতে শুরু করেছিলাম। কিন্তু এমন সময় এই ইনজুরিতে পড়লাম।’
No comments