প্রাইম দোলেশ্বর-ওরিয়েন্ট প্রিমিয়ার লিগে
২০১০-১১ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার টিকিট পেল প্রাইম দোলেশ্বর ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্রথম বিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম দোলেশ্বর। সমান ম্যাচে উত্তরা ও ওরিয়েন্ট স্পোর্টিংয়ের পয়েন্ট ছিল ২২। তবে দুই দলের মুখোমুখিতে ওরিয়েন্ট জেতায় রানারআপ হয়েছে তারাই।
কাল শেষ ম্যাচে মাজিদের হাফ সেঞ্চুরিতে (৭১) প্রাইম দোলেশ্বর (২৪৬/৬) ৪ উইকেটে সিটি ক্লাবকে (২৪৪/৮) এবং ওরিয়েন্ট স্পোর্টিং (৮০/১) ৯ উইকেটে উত্তরা স্পোর্টিং ক্লাবকে (৭৫) হারিয়েছে।
কাল শেষ ম্যাচে মাজিদের হাফ সেঞ্চুরিতে (৭১) প্রাইম দোলেশ্বর (২৪৬/৬) ৪ উইকেটে সিটি ক্লাবকে (২৪৪/৮) এবং ওরিয়েন্ট স্পোর্টিং (৮০/১) ৯ উইকেটে উত্তরা স্পোর্টিং ক্লাবকে (৭৫) হারিয়েছে।
No comments