চট্টগ্রাম মহানগরের দোকান মালিকদের নতুন সংগঠন
চট্টগ্রাম মহানগরের ছোট-বড় শতাধিক শপিংমল, মার্কেট ও দোকানের প্রতিনিধিদের সমন্বয়ে গত সপ্তাহে নতুন সংগঠন ‘চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। মিমি সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আবুল কাশেমকে সভাপতি এবং জামালখান ব্যবসায়ী সমিতির সভাপতি এস মঞ্জুর মোরশেদকে সাধারণ সম্পাদক করে এই সংগঠনের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবে।
কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, ১৫ জন সহসভাপতি, একজন অতিরিক্ত সাধারণ সম্পাদক, ১১ জন যুগ্ম সম্পাদক এবং সাতজন কার্যকরী সদস্যের পদ রয়েছে।
সংগঠনের সভাপতি মো. আবুল কাশেম বলেন, ‘এই সংগঠন নবগঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগী সংগঠন হিসেবে থাকবে। আমাদের নতুন সংগঠনের জন্য আলাদা রেজিস্ট্রেশনও নেওয়া হয়েছে।’
কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, ১৫ জন সহসভাপতি, একজন অতিরিক্ত সাধারণ সম্পাদক, ১১ জন যুগ্ম সম্পাদক এবং সাতজন কার্যকরী সদস্যের পদ রয়েছে।
সংগঠনের সভাপতি মো. আবুল কাশেম বলেন, ‘এই সংগঠন নবগঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগী সংগঠন হিসেবে থাকবে। আমাদের নতুন সংগঠনের জন্য আলাদা রেজিস্ট্রেশনও নেওয়া হয়েছে।’
No comments