পাকিস্তানে বিস্ফোরণে সাবেক প্রাদেশিক মন্ত্রীসহ নিহত চার
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে গতকাল রোববার রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাদেশিক পরিষদের সাবেক এক মন্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় হাঙ্গু শহর থেকে ১০ কিলোমিটার দূরে বাগতো গ্রামে এই ঘটনা ঘটে।
হাঙ্গু শহরের পুলিশপ্রধান আবদুল রশিদ খান জানান, বোমার বিস্ফোরণে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সাবেক মন্ত্রী ঘান্নি-উর রেহমানসহ চারজন নিহত হয়েছেন। নিহত অপর তিনজনের একজন তাঁর বন্ধু, একজন দেহরক্ষী ও গাড়িচালক।
হাঙ্গু শহরের প্রধান হাসপাতালের একজন চিকিত্সকও রেহমান ও অপর তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের মুখপাত্র ফজল নঈম জানিয়েছেন, বোমাটি রাস্তার ধারে পেতে রাখা ছিল। দূর-নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তালেবান এবং আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল এবং আফগান সীমান্তবর্তী উপজাতি-অধ্যুষিত এলাকায় প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা চালাচ্ছে। এতে বহু লোক হতাহত হচ্ছে।
হাঙ্গু শহরের পুলিশপ্রধান আবদুল রশিদ খান জানান, বোমার বিস্ফোরণে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সাবেক মন্ত্রী ঘান্নি-উর রেহমানসহ চারজন নিহত হয়েছেন। নিহত অপর তিনজনের একজন তাঁর বন্ধু, একজন দেহরক্ষী ও গাড়িচালক।
হাঙ্গু শহরের প্রধান হাসপাতালের একজন চিকিত্সকও রেহমান ও অপর তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের মুখপাত্র ফজল নঈম জানিয়েছেন, বোমাটি রাস্তার ধারে পেতে রাখা ছিল। দূর-নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তালেবান এবং আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল এবং আফগান সীমান্তবর্তী উপজাতি-অধ্যুষিত এলাকায় প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা চালাচ্ছে। এতে বহু লোক হতাহত হচ্ছে।
No comments