এস এম কামালউদ্দিন কোরিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি
কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন।
কেবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি নির্বাচিত হন ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সং। ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী সহসভাপতি, এম এম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এম ইসরাফিল মহাসচিব ও উরী ব্যাংক লিমিটেড, ঢাকার মহাব্যবস্থাপক ডং ইয়াং ইউন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সম্প্রতি কেবিসিসিআইয়ের প্রথম সাধারণ সভায় তাঁরা নির্বাচিত হন। এ ছাড়া কেবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ, নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, হেসং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়ন হিই, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, দেউই গ্রুপের মহাব্যবস্থাপক হিউন সু কিম, সানিয়ং অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ডো কি পার্ক, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম, স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কান হ্যান, ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াদ আলী ও এসকে টেলিকম লিমিটেড, ঢাকার কান্ট্রি ম্যানেজার চেং হুন জ্যাং।
এ ছাড়া সভায় বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত সুক বুম পার্ক উপস্থিত ছিলেন।
কেবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি নির্বাচিত হন ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সং। ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী সহসভাপতি, এম এম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এম ইসরাফিল মহাসচিব ও উরী ব্যাংক লিমিটেড, ঢাকার মহাব্যবস্থাপক ডং ইয়াং ইউন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সম্প্রতি কেবিসিসিআইয়ের প্রথম সাধারণ সভায় তাঁরা নির্বাচিত হন। এ ছাড়া কেবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ, নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, হেসং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়ন হিই, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, দেউই গ্রুপের মহাব্যবস্থাপক হিউন সু কিম, সানিয়ং অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ডো কি পার্ক, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম, স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কান হ্যান, ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াদ আলী ও এসকে টেলিকম লিমিটেড, ঢাকার কান্ট্রি ম্যানেজার চেং হুন জ্যাং।
এ ছাড়া সভায় বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত সুক বুম পার্ক উপস্থিত ছিলেন।
No comments