অনূর্ধ্ব-১৬ ক্রিকেট
রাজশাহী: স্ট্যান্ডার্ড চার্টার্ড অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে কাল মুসলিম হাইস্কুল (১১১/১) ৯ উইকেটে হারিয়েছে মসজিদ মিশন একাডেমিকে (১০৬)। দিনাজপুর: দিনাজপুর জিলা স্কুল (১৫৮) ৪৬ রানে হারিয়েছে পার্বতীপুর ক্যান্ট. পাবলিক স্কুলকে (১১২)। গাইবান্ধা: কালকের খেলায় হরিণসিংহা উচ্চবিদ্যালয় (২১৯) ১২ রানে হারিয়েছে মহিমাগঞ্জ উচ্চবিদ্যালয়কে (২০৭)। জামালপুর: মেলান্দহ উমিরউদ্দিন উচ্চবিদ্যালয় (৮৯) ২ রানে হারিয়েছে কলাবাধা উচ্চবিদ্যালয়কে (৮৭)। কিশোরগঞ্জ: মডেল বয়েজ হাইস্কুলকে (১২৭) ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় (১৫৭)।
No comments