দুটি নতুন শেয়ারের লেনদেন শুরু
দেশের পুঁজিবাজারে সাধারণ বিমা খাতের কোম্পানি প্রভাতী ইনস্যুরেন্স ও আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ওয়ানের লেনদেন শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে দুই স্টক এক্সচেঞ্জে ইনস্যুরেন্স কোম্পানি ও মিউচুয়াল ফান্ডটির লেনদেন একযোগে শুরু হয়।
প্রথম দিনে প্রভাতী ইনস্যুরেন্সের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দাম ওঠে ৫৭৫ টাকা। অবশ্য দিনের শেষে শেয়ারটি লেনদেন হয়েছে ৫৭০ টাকায়। দাম বাড়ার এ হার ছিল ৪৭০ শতাংশ।
গতকাল ডিএসইতে প্রভাতীর শেয়ারের লেনদেন শুরু হয় ৫০০ টাকা দিয়ে। প্রথম দিনেই কোম্পানিটির এক লাখ ২৫ হাজার শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ছয় কোটি ৮০ লাখ টাকা।
এদিকে, প্রথম দিনে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি ইউনিট লেনদেন হয়েছে সর্বোচ্চ ২৬ টাকা ৭০ পয়সায়। অবশ্য লেনদেন শুরু হয়েছিল ২১ টাকা ২০ পয়সায়। তবে দিনের শেষ লেনদেনটি হয়েছে ২৬ টাকায়। এ হিসাবে এক লটে ৫০০ ইউনিটের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীদের মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার টাকা।
প্রথম দিনে প্রভাতী ইনস্যুরেন্সের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দাম ওঠে ৫৭৫ টাকা। অবশ্য দিনের শেষে শেয়ারটি লেনদেন হয়েছে ৫৭০ টাকায়। দাম বাড়ার এ হার ছিল ৪৭০ শতাংশ।
গতকাল ডিএসইতে প্রভাতীর শেয়ারের লেনদেন শুরু হয় ৫০০ টাকা দিয়ে। প্রথম দিনেই কোম্পানিটির এক লাখ ২৫ হাজার শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ছয় কোটি ৮০ লাখ টাকা।
এদিকে, প্রথম দিনে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি ইউনিট লেনদেন হয়েছে সর্বোচ্চ ২৬ টাকা ৭০ পয়সায়। অবশ্য লেনদেন শুরু হয়েছিল ২১ টাকা ২০ পয়সায়। তবে দিনের শেষ লেনদেনটি হয়েছে ২৬ টাকায়। এ হিসাবে এক লটে ৫০০ ইউনিটের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীদের মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার টাকা।
No comments