ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহতের খবর অস্বীকার
ইয়েমেনে গত সপ্তাহে বিমান হামলায় আল-কায়েদার ছয়জন নেতার নিহত হওয়ার খবর অস্বীকার করেছে আল-কায়েদা ইন দ্য আরব পেনিনসুলা (একিউএপি)। মুসলিম জঙ্গিদের বিভিন্ন ওয়েবসাইট পর্যবেক্ষণকারী সংস্থা এসআইটিইর প্রকাশিত এক বিবৃতিতে গতকাল সোমবার এ কথা বলা হয়েছে।
এসআইটিইর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আল-কায়েদা তাদের এক বিবৃবিতে বলেছে, অন্যায় ওই হামলায় কোনো আল-কায়েদা নিহত হননি, কয়েকজন সামান্য আহত হয়েছেন।’ রাজধানী সানার কর্তৃপক্ষ জানিয়েছিল, গত শুক্রবার সাদা প্রদেশে বিমান হামলায় একিউএপির সামরিক প্রধান কাশেম আল-রিমিসহ আল-কায়েদার ছয়জন নেতা নিহত হয়েছেন।
এসআইটিইর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আল-কায়েদা তাদের এক বিবৃবিতে বলেছে, অন্যায় ওই হামলায় কোনো আল-কায়েদা নিহত হননি, কয়েকজন সামান্য আহত হয়েছেন।’ রাজধানী সানার কর্তৃপক্ষ জানিয়েছিল, গত শুক্রবার সাদা প্রদেশে বিমান হামলায় একিউএপির সামরিক প্রধান কাশেম আল-রিমিসহ আল-কায়েদার ছয়জন নেতা নিহত হয়েছেন।
No comments