আজ নিলামে উঠছেন সাকিব
বাংলাদেশে থেকেও সাকিব আল হাসানকে আজ অন্য লড়াইয়ে নামতে হচ্ছে ভারতে। মুম্বাইয়ে হবে আইপিএলের তৃতীয় খেলোয়াড় নিলাম। যে নিলামে উঠবেন ১২টি দেশের ৬৬ জন ক্রিকেটার। যদিও আইপিএলের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি দলে বিদেশি খেলোয়াড় কোটার বাধ্যবাধকতার কারণে এই ৬৬ থেকে ১২ জনের মতো খেলোয়াড় কিনতে পারবে আইপিএলের দলগুলো।
লড়াইটা তাই কঠিনই সাকিবের জন্য। বিশ্বের ১ নম্বর ওয়ানডে অলরাউন্ডার এবং মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর গতবার নিলামে কেউ ডাকেইনি তাঁকে। এবার অবশ্য তেমনটা ঘটবে না বলেই অনুমান। বরং সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিলামের বাইরেই তাঁর সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে গতবারের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স।
চলতি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া সাকিবকে নিয়ে আগ্রহ থাকবে তাই আজকের নিলামে। অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডও জানিয়েছে এই খবর। নিলামে যে ১০ ক্রিকেটারকে নিয়ে আট দলের ‘যুদ্ধ’ চলবে তার একটা তালিকা দিয়েছে পত্রিকাটি। সেখানে কাইরন পোলার্ড, শহীদ আফ্রিদি, উমর-আকমলদের সঙ্গে আছেন সাকিবও। সাকিবের ন্যূনতম নিলাম-দর এক লাখ ডলার ধরা হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
লড়াইটা তাই কঠিনই সাকিবের জন্য। বিশ্বের ১ নম্বর ওয়ানডে অলরাউন্ডার এবং মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর গতবার নিলামে কেউ ডাকেইনি তাঁকে। এবার অবশ্য তেমনটা ঘটবে না বলেই অনুমান। বরং সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিলামের বাইরেই তাঁর সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে গতবারের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স।
চলতি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া সাকিবকে নিয়ে আগ্রহ থাকবে তাই আজকের নিলামে। অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডও জানিয়েছে এই খবর। নিলামে যে ১০ ক্রিকেটারকে নিয়ে আট দলের ‘যুদ্ধ’ চলবে তার একটা তালিকা দিয়েছে পত্রিকাটি। সেখানে কাইরন পোলার্ড, শহীদ আফ্রিদি, উমর-আকমলদের সঙ্গে আছেন সাকিবও। সাকিবের ন্যূনতম নিলাম-দর এক লাখ ডলার ধরা হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
No comments