লড়াইয়ে থাকল ইতোর দল
জাম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে স্যামুয়েল ইতোর দল ক্যামেরুন টিকে রইল শেষ আটে ওঠার লড়াইয়ে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে ক্যামেরুন। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্যাবন। গ্রুপের অন্য দুই দল তিউনিশিয়া ও জাম্বিয়ার পয়েন্ট ২ ও ১।
৮ মিনিটে পিছিয়ে পড়ার পর ৫ মিনিটের মধ্যে (৬৮ ও ৭২ মিনিট) দুই গোলে ক্যামেরুনকে এগিয়ে দেন নিটাপ ও ইতো। ৮১ মিনিটে পেনাল্টি গোলে জাম্বিয়া সমতা আনার পর ৮৬ মিনিটে ক্যামেরুনের জয়সূচক গোলটি করেছেন ইদ্রিসু। এদিকে গ্রুপ ‘এ’র ম্যাচে গোলশূন্য ড্র করে শেষ আটে উঠে গেছে অ্যাঙ্গোলা ও আলজেরিয়া।
৮ মিনিটে পিছিয়ে পড়ার পর ৫ মিনিটের মধ্যে (৬৮ ও ৭২ মিনিট) দুই গোলে ক্যামেরুনকে এগিয়ে দেন নিটাপ ও ইতো। ৮১ মিনিটে পেনাল্টি গোলে জাম্বিয়া সমতা আনার পর ৮৬ মিনিটে ক্যামেরুনের জয়সূচক গোলটি করেছেন ইদ্রিসু। এদিকে গ্রুপ ‘এ’র ম্যাচে গোলশূন্য ড্র করে শেষ আটে উঠে গেছে অ্যাঙ্গোলা ও আলজেরিয়া।
No comments