চীনের জিনজিয়াং অঞ্চলে তুষারপাতে ৪ জনের মৃত্যু
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে ব্যাপক তুষারপাতে চারজনের মৃত্যু হয়েছে ও এক লাখ ঘরবাড়ির ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। চায়না ডেইলি পত্রিকার খবরে বলা হয়, জিনজিয়াংয়ের বিভিন্ন এলাকার তাপমাত্রা আগামী কয়েক দিনে মাইনাস ৪২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এ অঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
খবরে বলা হয়, চীনের উত্তরাঞ্চলে তীব্র শীত জেঁকে বসেছে। এর ফলে জিনজিয়াং অঞ্চলে ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ ৩০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। গত এক দশকের মধ্যে এই অঞ্চলে এ ভয়াবহ তুষারঝড়ে এক লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তীব্র ঠান্ডা ও খাদ্যের অভাবে ১৫ হাজার ২০০ গবাদিপশুর মৃত্যু হয়েছে। খবরে আরও বলা হয়, চলতি সপ্তাহে চীনের অনেক এলাকায় ব্যাপক তুষারপাত ও বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।
খবরে বলা হয়, চীনের উত্তরাঞ্চলে তীব্র শীত জেঁকে বসেছে। এর ফলে জিনজিয়াং অঞ্চলে ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ ৩০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। গত এক দশকের মধ্যে এই অঞ্চলে এ ভয়াবহ তুষারঝড়ে এক লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তীব্র ঠান্ডা ও খাদ্যের অভাবে ১৫ হাজার ২০০ গবাদিপশুর মৃত্যু হয়েছে। খবরে আরও বলা হয়, চলতি সপ্তাহে চীনের অনেক এলাকায় ব্যাপক তুষারপাত ও বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।
No comments