ইউনুসের ওপর চটেছেন বাট
ইজাজ বাট ইউনুস খানের ওপর একটু অসন্তুষ্টই। হওয়ারই কথা। নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ানোর পর অস্ট্রেলিয়া সফরের দলের জন্য তাঁকে বিবেচনায় আনারও সুযোগ দিলেন না ইউনুস। পরশু নির্বাচকদের ঘোষিত অস্ট্রেলিয়া সফরের দলে ইউনুসের নাম না দেখে পিসিবি প্রধানের রাগ গিয়ে পড়ছে এই ব্যাটসম্যানের ওপর।
নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ানোর পর ইউনুস খানকে পিসিবি প্রধান বাট পরামর্শ দিয়েছিলেন, তিনি যেন ঘরোয়া ক্রিকেটে খেলে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখেন। ইউনুস সেটা না করাতেই অসন্তুষ্ট হয়েছেন বাট, ‘সে আমার পরামর্শ শোনেনি বলে খারাপই লাগছে। আমি মনে করি, সে আমাদের সেরা ব্যাটসম্যান এবং তাঁর অস্ট্রেলিয়া যাওয়া উচিত। কিন্তু সে যদি নিজেই নিজেকে সরিয়ে নেয়, নির্বাচকেরা আর কী করবেন?’ পিসিবি প্রধান জানিয়েছেন, বোর্ড ইউনুস খানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। ‘আমরা এখন এটাও জানি না ইউনুস কোথায় আছে। কারণ সে আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করেনি’—বলেছেন বাট।
নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ানোর পর ইউনুস খানকে পিসিবি প্রধান বাট পরামর্শ দিয়েছিলেন, তিনি যেন ঘরোয়া ক্রিকেটে খেলে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখেন। ইউনুস সেটা না করাতেই অসন্তুষ্ট হয়েছেন বাট, ‘সে আমার পরামর্শ শোনেনি বলে খারাপই লাগছে। আমি মনে করি, সে আমাদের সেরা ব্যাটসম্যান এবং তাঁর অস্ট্রেলিয়া যাওয়া উচিত। কিন্তু সে যদি নিজেই নিজেকে সরিয়ে নেয়, নির্বাচকেরা আর কী করবেন?’ পিসিবি প্রধান জানিয়েছেন, বোর্ড ইউনুস খানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। ‘আমরা এখন এটাও জানি না ইউনুস কোথায় আছে। কারণ সে আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করেনি’—বলেছেন বাট।
No comments