তিন দিনব্যাপী নিট যন্ত্রপাতি প্রদর্শনী শুরু
ঢাকায় তিন দিনব্যাপী নিট পোশাক ও বস্ত্র খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ‘দ্বিতীয় নিট+টেক্স বাংলাদেশ’ শুরু হয়েছে। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং অনুষ্ঠান আয়োজনকারী প্রতিষ্ঠান সেমস এ প্রদর্শনীর যৌথ আয়োজক।
বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
সেমসের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক এবং বিকেএমইএর সভাপতি ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বমন্দা কাটতে শুরু করেছে। তাই বিশ্বব্যাপী পোশাকের বাড়তি চাহিদা মেটাতে ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে হবে।
এবারের প্রদর্শনীতে ১৫টি দেশের ৭৫টি স্টল অংশ নিয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাতটা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আগামীকাল শনিবার প্রদর্শনীর শেষ দিন।
বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
সেমসের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক এবং বিকেএমইএর সভাপতি ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বমন্দা কাটতে শুরু করেছে। তাই বিশ্বব্যাপী পোশাকের বাড়তি চাহিদা মেটাতে ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে হবে।
এবারের প্রদর্শনীতে ১৫টি দেশের ৭৫টি স্টল অংশ নিয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাতটা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আগামীকাল শনিবার প্রদর্শনীর শেষ দিন।
No comments