বিশ্ব ক্লাব কাপে থাকবেন মেসি?
স্প্যানিশ লিগের চ্যাম্পিয়ন তারা। ইউরোপ-সেরাও। তবু ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হলে একটা আক্ষেপ হয়তো পোড়ায় বার্সেলোনাকে—এই শিরোপাটাই নেই তাদের ট্রফিকেসে। হয়তো কি, কদিন আগে দলের তারকা স্ট্রাইকার লিওনেল মেসি তো বলেই ফেললেন—‘এই একটা শিরোপা জেতা হয়নি দলের। বার্সার বেশির ভাগ খেলোয়াড়ের কাছেও এটির স্বাদ অজানা। ...এটির দিকে আমি সাগ্রহে তাকিয়ে আছি।’
তবে সংযুক্ত আরব আমিরাতে বুধবার শুরু হওয়া এই টুর্নামেন্টে নিজেদের শুরুর আগেই একটা দুঃসংবাদ শুনতে হলো বার্সেলোনাকে। গত পরশু চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন লিওনেল মেসি। শনিবার লা লিগায় এসপানিওলের বিপক্ষে খেলা অনিশ্চিত। অনিশ্চিত ক্লাব বিশ্বকাপে ১৬ তারিখে বার্সেলোনার প্রথম ম্যাচে খেলাও। বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা অবশ্য মেসিকে পাওয়ার আশা ছাড়ছেন না, ‘এখনো একটা সপ্তাহ বাকি। দেখা যাক, তাঁর অবস্থা কী দাঁড়ায়।’
শেষ পর্যন্ত মেসি না খেলতে পারলে সেটি হবে বার্সেলোনার জন্য বড় একটা আঘাত। মেসির জন্য তো বটেই। ২০০৬ সালে এই টুর্নামেন্টের আগে চোট পেয়ে দলের বাইরে ছিটকে পড়ায় আর্জেন্টিনায় বসে টেলিভিশনে খেলা দেখতে হয়েছে তাঁকে। টেলিভিশনেই দেখেছেন, বার্সেলোনার শিরোপা জয়ে ব্যর্থতা। সেবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার যখন ক্লাব বিশ্বকাপ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ, তখনই এল মেসির ইনজুরির খবর।
ছয় মহাদেশের ক্লাব চ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে স্বাগতিক হওয়ার সুবাদে আছে আয়োজক দেশের চ্যাম্পিয়ন ক্লাব আল আহলি। এক অর্থে নেইও। টুর্নামেন্টের নিয়মানুযায়ী কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য স্বাগতিক দলকে প্লে-অফ খেলতে হয় ওশেনিয়া চ্যাম্পিয়ন দলের সঙ্গে। গত পরশু যে ম্যাচে আরব আমিরাতের আল আহলি হেরে গেছে (০-২) নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির কাছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনা ও কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন এস্তুদিয়ানতেস খেলবে সরাসরি সেমিফাইনালে। ১৫ ও ১৬ ডিসেম্বর দুটি সেমিফাইনাল। এর আগে বাকি দুই সেমিফাইনালিস্ট নির্ধারণের জন্য দুটি কোয়ার্টার ফাইনাল হবে আজ ও আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে আফ্রিকান চ্যাম্পিয়ন কঙ্গোর মাজেম্বে খেলবে এশিয়ান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সের বিপক্ষে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অকল্যান্ড সিটির প্রতিপক্ষ কনক্যাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর আটলান্টে। ফাইনাল হবে ১৯ ডিসেম্বর।
তবে সংযুক্ত আরব আমিরাতে বুধবার শুরু হওয়া এই টুর্নামেন্টে নিজেদের শুরুর আগেই একটা দুঃসংবাদ শুনতে হলো বার্সেলোনাকে। গত পরশু চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন লিওনেল মেসি। শনিবার লা লিগায় এসপানিওলের বিপক্ষে খেলা অনিশ্চিত। অনিশ্চিত ক্লাব বিশ্বকাপে ১৬ তারিখে বার্সেলোনার প্রথম ম্যাচে খেলাও। বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা অবশ্য মেসিকে পাওয়ার আশা ছাড়ছেন না, ‘এখনো একটা সপ্তাহ বাকি। দেখা যাক, তাঁর অবস্থা কী দাঁড়ায়।’
শেষ পর্যন্ত মেসি না খেলতে পারলে সেটি হবে বার্সেলোনার জন্য বড় একটা আঘাত। মেসির জন্য তো বটেই। ২০০৬ সালে এই টুর্নামেন্টের আগে চোট পেয়ে দলের বাইরে ছিটকে পড়ায় আর্জেন্টিনায় বসে টেলিভিশনে খেলা দেখতে হয়েছে তাঁকে। টেলিভিশনেই দেখেছেন, বার্সেলোনার শিরোপা জয়ে ব্যর্থতা। সেবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার যখন ক্লাব বিশ্বকাপ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ, তখনই এল মেসির ইনজুরির খবর।
ছয় মহাদেশের ক্লাব চ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে স্বাগতিক হওয়ার সুবাদে আছে আয়োজক দেশের চ্যাম্পিয়ন ক্লাব আল আহলি। এক অর্থে নেইও। টুর্নামেন্টের নিয়মানুযায়ী কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য স্বাগতিক দলকে প্লে-অফ খেলতে হয় ওশেনিয়া চ্যাম্পিয়ন দলের সঙ্গে। গত পরশু যে ম্যাচে আরব আমিরাতের আল আহলি হেরে গেছে (০-২) নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির কাছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনা ও কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন এস্তুদিয়ানতেস খেলবে সরাসরি সেমিফাইনালে। ১৫ ও ১৬ ডিসেম্বর দুটি সেমিফাইনাল। এর আগে বাকি দুই সেমিফাইনালিস্ট নির্ধারণের জন্য দুটি কোয়ার্টার ফাইনাল হবে আজ ও আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে আফ্রিকান চ্যাম্পিয়ন কঙ্গোর মাজেম্বে খেলবে এশিয়ান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সের বিপক্ষে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অকল্যান্ড সিটির প্রতিপক্ষ কনক্যাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর আটলান্টে। ফাইনাল হবে ১৯ ডিসেম্বর।
No comments