আবার পাকিস্তান দলে ওয়াকার
খেলোয়াড়ি জীবনের মতো এবার কোচ হিসেবে দলে ফেরার অভিজ্ঞতাও হয়ে গেল ওয়াকার ইউনিসের। আবার পাকিস্তান দলের কোচ হয়েছেন সাবেক এই ফাস্ট বোলার। এবার অবশ্য বাড়তি দায়িত্ব নিয়েই ফিরছেন। অস্ট্রেলিয়া সফরে বোলিংয়ের সঙ্গে পাকিস্তানের ফিল্ডিং কোচের ভূমিকায়ও থাকবেন ওয়াকার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে হেরে যাওয়া প্রথম টেস্টে প্রায় হাফ ডজন ক্যাচ ফেলেছে পাকিস্তানি ফিল্ডাররা। দ্বিতীয় টেস্টে জিতেছে ঠিক, তবে সেখানেও অনেক ক্যাচ পড়েছে। এ কারণেই ওয়াকারকে এই বাড়তি দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়াকারও রাজি হয়ে গেছেন। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এর আগেও পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ৮৭ টেস্টে ৩৭৩ ও ২৬২ ওয়ানডেতে ৪১৬ উইকেট পাওয়া ওয়াকার। তবে পিসিবি ও অধিনায়ক ইনজামাম-উল হকের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছেড়ে দেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে হেরে যাওয়া প্রথম টেস্টে প্রায় হাফ ডজন ক্যাচ ফেলেছে পাকিস্তানি ফিল্ডাররা। দ্বিতীয় টেস্টে জিতেছে ঠিক, তবে সেখানেও অনেক ক্যাচ পড়েছে। এ কারণেই ওয়াকারকে এই বাড়তি দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়াকারও রাজি হয়ে গেছেন। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এর আগেও পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ৮৭ টেস্টে ৩৭৩ ও ২৬২ ওয়ানডেতে ৪১৬ উইকেট পাওয়া ওয়াকার। তবে পিসিবি ও অধিনায়ক ইনজামাম-উল হকের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব ছেড়ে দেন তিনি।
No comments