‘ন্যাড়ী কুত্তার মতো পিটামু’ -ছাত্রলীগ
‘তিনদিনের
মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব। ডাক্তার বলছিলো আরও কয়টাদিন
থাকতে আর থাকতে পারলাম না কুকুরদের ঘেউ ঘেউ এর কারণে। ন্যাড়ী কুত্তার মতো
পিটামু বিএনপির বড় নেতাদের।’ এমন হুমকি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক
সিদ্দিকী নাজমুল আলম। বুধবার সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই হুমকি
দেন। ছাত্রলীগ সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন ছাত্রলীগের
এই নেতা। তবে কোন দেশে রয়েছেন তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। ছাত্রলীগ
সম্পাদকের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান বলেন,
ছাত্রলীগের রুচি, ব্যক্তিত্ব ও নের্তৃত্বের গুণ কেমন তা নাজমুল আলমের ভাষা
থেকে প্রমাণ হয়। ভবিষ্যতে কে থাকবে আর কে থাকবে না তা সময়ই বলে দেবে। আমরা
কাউকে আর ছাড় দেব না।
No comments