মালয়েশিয়ার সেই বিমান ভূপাতিত করেছিল যুক্তরাষ্ট্র
মার্চ মাসে নিখোঁজ মালয়েশিয়ার যাত্রীবাহী
বিমান এমএইচ-৩৭০-কে মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করে থাকতে পারে বলে
দাবি করেছেন ফ্রান্স এয়ারলাইন্সের সাবেক প্রধান মার্ক দুগেঁ। ফ্রান্সের
ম্যাগাজিন প্যারিস ম্যাচে লেখা এক নিবন্ধে তিনি বলেন, মার্কিন সেনারা
সম্ভবত বিমানটিকে এ কারণে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন যে, এটি ১১
সেপ্টেম্বর স্ট্রাইলে মার্কিন ঘাঁটি দিয়াগো গার্মিয়ায় হামলা চালাতে পারে। এ
কারণে বিমানটি ভূপাতিত করা হয় এবং এ সম্পর্কে কঠোর গোপনীয়তা অবলম্বন করা
হয়।
মার্ক দুগেঁ বলেন, আন্তর্জাতিক তদন্তকারী দল যেসব স্থানে অনুসন্ধান চালিয়েছে আসলে সেখানে বিমানটি বিধ্বস্ত হয়নি। এটি ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ভূখণ্ড দিয়াগো গার্সিয়ার কাছেই কোথাও ভূপাতিত হয়েছে। ওই ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হতে পারে এমন আশংকা থেকেই বিমানটি ভূপাতিত করা হয়। তিনি আরও বলেন, প্রযুক্তির এই যুগে ৬৩ মিটার লম্বা একটি বস্তু বেমালুম গায়েব হয়ে যাবে তা বিশ্বাস করা যায় না। আসলে ভূপাতিত করার পর ইচ্ছে করেই প্রমাণ লুকানো হয়েছে। উল্লেখ্য, ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে ভারত মহাসাগরে নিখোঁজ হয় মালয়েশিয়ার এমএইচ-৩৭০ বিমানটি। বোয়িং মডেলের বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং শহরে যাচ্ছিল। ঘটনার পর আন্তর্জাতিক তদন্ত দল প্রায় এক মাস চেষ্টা করেও বিমানের সন্ধান পায়নি। শেষ পর্যন্ত অনুসন্ধান অভিযান পরিত্যক্ত ঘোষণা করে মালয়েশিয়া।
মার্ক দুগেঁ বলেন, আন্তর্জাতিক তদন্তকারী দল যেসব স্থানে অনুসন্ধান চালিয়েছে আসলে সেখানে বিমানটি বিধ্বস্ত হয়নি। এটি ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ভূখণ্ড দিয়াগো গার্সিয়ার কাছেই কোথাও ভূপাতিত হয়েছে। ওই ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হতে পারে এমন আশংকা থেকেই বিমানটি ভূপাতিত করা হয়। তিনি আরও বলেন, প্রযুক্তির এই যুগে ৬৩ মিটার লম্বা একটি বস্তু বেমালুম গায়েব হয়ে যাবে তা বিশ্বাস করা যায় না। আসলে ভূপাতিত করার পর ইচ্ছে করেই প্রমাণ লুকানো হয়েছে। উল্লেখ্য, ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে ভারত মহাসাগরে নিখোঁজ হয় মালয়েশিয়ার এমএইচ-৩৭০ বিমানটি। বোয়িং মডেলের বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং শহরে যাচ্ছিল। ঘটনার পর আন্তর্জাতিক তদন্ত দল প্রায় এক মাস চেষ্টা করেও বিমানের সন্ধান পায়নি। শেষ পর্যন্ত অনুসন্ধান অভিযান পরিত্যক্ত ঘোষণা করে মালয়েশিয়া।
No comments