নতুন বছরে মাহির চমক
ক্যারিয়ারের অল্প সময়ে অভিনয়-পারফরম্যান্স দিয়ে বাংলা ছবির দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন চলতি প্রজন্মের সর্বাধিক ব্যস্ত অভিনেত্রী মাহিয়া মাহি। সফলতার বিচারেও দুই বছর ধরে অন্য অনেকের চেয়ে এগিয়ে তিনি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মাহি ও তার অভিনীত ছবিগুলো ছিল আলোচনার শীর্ষে। সফলতা-জনপ্রিয়তা-আলোচনা সব মিলিয়ে মাহিকেই বর্তমান সময়ের নাম্বার ওয়ান নায়িকা হিসেবে মানছেন কেউ কেউ। তবে এ বিষয়টি নিয়ে একেবারেই ভাবছেন না তিনি। শুধু কাজ নিয়েই তার সব চিন্তাভাবনা-ধ্যান। গত বছরের মতো চলতি বছরজুড়েও মাহি ব্যস্ত সময় কাটিয়েছেন একাধিক ছবির কাজ নিয়ে। ২০১৪ সালে এখন পর্যন্ত মাহি অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ‘কি দারুণ দেখতে’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’ এবং ‘অনেক সাধের ময়না’। প্রতিটি ছবিতেই ভিন্নরূপে দেখা গেছে মাহিকে। ছবিগুলোতে তার অভিনয়-পারফরম্যান্স ছিল দর্শক মহলে প্রশংসিত। এসবের মধ্যে ‘অগ্নি’ এবং ‘অনেক সাধের ময়না’ ছিল এ বছরে মাহির সর্বাধিক ব্যবসা সফল ছবি। ছবিগুলো মাহির ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা। ২৬শে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত নতুন ছবি ‘দেশা- দ্য লিডার’। এখানে শিপনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন মাহি। এটি চলতি বছর তার অভিনীত ৬ নম্বর ছবি। ৬টি ছবি নিয়ে চলতি বছর অভিনেত্রী হিসেবে সর্বাধিক ছবির মালিকও তিনি। পাশাপাশি তার অভিনীত ছবিগুলো সফলতার দিক দিয়েও রয়েছে এগিয়ে। নতুন বছরও নানা চমক দিয়ে শুরু করবেন মাহিয়া মাহি। ২০১৫-তে ৮টি ছবি রয়েছে তার হাতে। এর মধ্যে চারটি ছবি জানুয়ারি থেকে এপ্রিল নাগাদ মুক্তি পাচ্ছে। ছবিগুলো হলো ‘ওয়ার্নিং’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, ‘বিগ ব্রাদার’, এবং ‘অনেক দামে কেনা’। এর মধ্যে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে ওপার বাংলার অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন মাহি। এর পাশাপাশি তিনি ‘অগ্নি-২’, ‘নিয়তি’, ‘জানে মন’ এবং ‘ওয়ারিশ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন বছরজুড়ে। এগুলোর বাইরে আরও কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তার। সব মিলিয়ে নানা চমকে ৮টি ছবি নিয়ে নতুন বছরে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, আমি অনেক হ্যাপি যে, দর্শক আমার প্রতিটি ছবিই আগ্রহ নিয়ে দেখছেন, প্রশংসা করছেন। আর এর মাধ্যমে কাজ করার স্পৃহা আরও বেড়ে যাচ্ছে। বিভিন্ন ছবিতে আমি বিভিন্নরূপে দর্শকদের সামনে আসতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। কারণ, গতানুগতিক প্রেমিকার চরিত্রে অভিনয় করতে চাই না। চলতি বছর আমার মুক্তি পাওয়া ৫টি ছবিতে পাঁচরূপে দেখা গেছে আমাকে। ‘অগ্নি’তে যেমন অ্যাকশন দৃশ্যে কাজ করেছি, আবার ‘দবির সাহেবের সংসার’-এ কমেডি চরিত্র করেছি। অন্যদিকে ‘অনেক সাধের ময়না’ ছবিতে গ্রামের মেয়ের চরিত্রে কাজ করেছি। নতুন বছরেও এই ধারা অব্যাহত থাকবে। নতুন বছরে প্রথম চার মাসেই চারটি ছবি মুক্তি পাচ্ছে আমার। নতুন আরও ৪টি ছবির কাজ করবো। এছাড়া কিছু ছবির কথাবার্তা চলছে। আশা করছি এসব ছবির মাধ্যমেও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারবো। এটাই একমাত্র চাওয়া। আর কিছু নয়।
No comments