ফিরছেন আইটেম গানে
দীর্ঘদিন ধরেই বলিউড থেকে দূরে রয়েছেন বলিউডের শীর্ষ আইটেম কন্যা মালাইকা অরোরা খান। এর মধ্যে অনেক আইটেম গানের প্রস্তাব থাকলেও সব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, শুধু নিজের পছন্দসই কাজই তিনি করতে চান। তবে এবার অপেক্ষার অবসান হয়েছে। মালাইকা তার নতুন আইটেম গান নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন। এরই মধ্যে এ গানের শুটিং শেষ করেছেন তিনি। ‘ডলি কি ডোলি’ ছবির মাধ্যমে আবারও আইটেম গানে ফিরেছেন মালাইকা। ছবিটি পরিচালনা করছেন অভিষেক ডোগরা। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর। এ ছবিতে ‘ফ্যাশন খতম মুঝপে’ শীর্ষক আইটেম গানে পারফরম করতে দেখা যাবে মালাইকাকে। গানটিকে ছবির অন্যতম একটি দিক হিসেবেই উল্লেখ করেছেন পরিচালক। খুব শিগগিরই গানটি ছবির প্রচারণার জন্য মুক্তি দেয়া হবে। এদিকে এই গানে ব্যাপক খোলামেলারূপেই দেখা যাবে সুপারহট মালাইকাকে। অন্যরকম আবেদনময়ীরূপে এখানে উপস্থাপন করা হয়েছে তাকে। এ ছবিটি প্রযোজনা করছেন মালাইকার স্বামী অভিনেতা-পরিচালক-প্রযোজক আরবাজ খান। আইটেম গানটিতে তার পারফরম করার এটি আরেকটি বড় কারণ। এ গানটি নতুন বছর উপলক্ষেই মুক্তি দেয়া হবে। আর নতুন বছরে গানটি ভক্ত-দর্শকদের জন্য চমক বলেও মনে করছেন মালাইকা। অন্যদিকে ‘ডলি কো ডোলি’ ছবিটি মুক্তি পাচ্ছে আসছে ফেব্রুয়ারির ৬ তারিখ। এ আইটেম গানে প্রসঙ্গে মালাইকা জানান, এটি অনেক বড় আয়োজনের একটি গান। যেহেতু এটি আরবাজের ছবি, তাই আমার পছন্দ মতোই এর আয়োজন করা হয়েছে। তাই আমি বিষয়টি নিয়ে অনেক হ্যাপি। অবশেষে অনেক ভাল একটি কাজ হয়েছে। এটি নতুন বছরে ভক্তদের জন্য আমার পক্ষ থেকে চমক। বরাবরের মতো সুপারহট মালাইকাকেই এখানে আবিষ্কার করা যাবে। তাই অপেক্ষায় থাকুন, মাত্রতো কয়েকটা দিন!
No comments