এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা, গাড়িতে আগুন
রাজধানীর
বকশিবাজারে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে নেত্রকোনা-১
আসনের এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ বেলা পৌনে একটার
দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা
ছবি বিশ্বাসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ছবি বিশ্বাস জানিয়েছেন, হাসপাতাল
থেকে একজন রোগীকে ডাক্তার দেখিয়ে ফিরে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তার
গাড়িতে হামলা করে। এতে তিনি মাথায় আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তিনি
পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। হামলকারীরা তার মাইক্রোবাসটি পুড়িয়ে
দেয়।
No comments